সনৎ ঝা, দার্জিলিং: গম রফতানিতে নিষেধাজ্ঞায় উত্তরবঙ্গের (North Bengal) ৪ সীমান্তে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার ট্রাক। গম নষ্টের পাশাপাশি, ব্যাপক ক্ষতির আশঙ্কায় সোমবার কেন্দ্রের কাছে স্বারকলিপি জমা দিতে চলেছেন উত্তরবঙ্গের (North Bengal) রফতানিকারকরা। লেটার অফ ক্রেডিট ১২ মে-র পরে ইস্যু করা হয়েছে এমন আশঙ্কায় ট্রাকগুলিকে আটকে দেওয়া হয়েছে বলে বাণিজ্যমন্ত্রক সূত্রে খবর।
গম রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের: উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তে আটকে পড়েছে হাজার হাজার গম বোঝাই ট্রাক। গম নষ্টের পাশাপাশি, ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন রফতানিকারকরা।
দেশের অভ্যন্তরীণ মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে গত ১২ মে থেকে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। রফতানিকারকদের দাবি, যার ফলে মালদা (Malda), হিলি (Hili), ফুলবাড়ি (Phoolbari) ও চ্যাংড়াবান্ধা (Changrabandha) সীমান্তে দাঁড়িয়ে রয়েছে প্রায় সাড়ে ৮ হাজার গম বোঝাই ট্রাক।
মালদার এক রফতানিকারী জভিকি শর্মা জানিয়েছেন, প্রায় ৪ হাজার ট্রাক মালদায় দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে, সোমবার কেন্দ্রের কাছে স্বারকলিপি জমা দিতে চলেছেন উত্তরবঙ্গের রফতানিকারকরা। তাঁদের হুঁশিয়ারি, সরকার সদর্থক ভূমিকা না নিলে অনির্দিষ্টকাল বৈদেশিক বাণিজ্য বন্ধের পথে হাঁটবেন তাঁরা। দরকারে দ্বারস্থ হবেন আদালতের।
এ বিষয়ে বাণিজ্যমন্ত্রক সূত্রে খবর, রফতানিতে নিষেধাজ্ঞা জারির আগে লেটার অফ ক্রেডিট বা রফতানির ছাড়পত্র ইস্যু করা হলে এত ট্রাক সীমান্তে দাঁড়িয়ে পড়ত না। সে ক্ষেত্রে ওই সব লেটার অফ ক্রেডিট ১২ মে-র পরে ইস্যু করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই ট্রাকগুলিকে আটকে দেওয়া হয়েছে।
মাছের দামেও আগুন: উল্লেখ্য, এবার মাছের দামেও (Fish Price) আগুন। ব্যবসায়ীদের দাবি, অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh) থেকে আসা মাছের ঘাটতির জন্যই বাড়ছে দাম। মাথায় হাত মধ্যবিত্তের।
ভাত-আর মাছ মানেই...সলিড পার্টনারশিপ। কিন্তু, মূল্যবৃদ্ধির ইয়র্কারে এবার সেই পার্টনারশিপই ভেঙে খানখান হয়ে যাওয়ার দশা। পেট্রোল, ডিজেল থেকে রান্নার গ্যাস, মুরগির মাংস, ডিমের পর এবার মাছের দামেও আগুন। ব্যবসায়ীদের দাবি, জোগানের ঘাটতিতেই চড়ছে দাম।
এক দিকে, এপ্রিল থেকে জুন মাস প্রজননের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা তারওপর অন্ধ্রপ্রদেশ থেকে যেসব মাছ আসে, সেই জোগানেও ঘাটতি দেখা দিয়েছে। পাইকারি ব্যবসায়ী দেবাশিস জানা বলেন, "দাম বাড়ার কারণ বলেছে। অন্ধ্রপ্রদেশ থেকে মাছের জোগান কম।"
আরও পড়ুন, 'নিজের কেন্দ্রে অনেক বেশি খরচ করেছিস, জল জমলে তোকে ধরব', ফিরহাদকে বললেন মমতা
ব্যবসায়ীদের দাবি, অন্যান্য সময় অন্ধ্রপ্রদেশ থেকে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ ট্রাক মাছ পাতিপুকুর, শিয়ালদা, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন বাজারে আসে। গত কয়েক দিনে সেখানে ৪০-৪৫টি ট্রাক ঢুকছে এরাজ্যে। ফলে, মাসখানেক আগেও পাইকারি বাজারে দেড় কেজি ওজনের রুইমাছের কেজি প্রতি দাম যেখানে ছিল ১২৫-১৩০ টাকা। সেখানে এখন ১ কেজি রুইমাছ কিনতে হচ্ছে ১৬০-১৬৫ টাকায়। খুচরো বাজারে ১কেজি কাটা রুইমাছ কিনতে হচ্ছে ২৫০-৩০০ টাকায়। কেজিপ্রতি কাটা কাতলা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়।