কলকাতা : পাখির চোখ বিধানসভা নির্বাচন। এক বছর বাকি থাকতেই কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি ও তৃণমূল। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন,২১৫-এর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হন, সেটা সুনিশ্চিত করতে হবে। অন্যদিকে বৃহস্পতিবার  পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই ২০২৬-এর টার্গেট বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী।  বলেন, 'মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলাতেও সুশাসন, সুরক্ষা দেব। ভবানীপুরে হারাব। আমরা ১৬ দেব। ১৬x১০=১৬০। তার সঙ্গে বোনাস ২০।' 


১৮০-র হিসাবের পাল্টা দিলেন দেবাংশু ভট্টাচার্য


শুভেন্দুর ১৮০ টার্গেট ঘোষণারই পর তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। বিধানসভা ভোটে বাংলায় আসন দখলের দাবি নিয়ে তৃণমূল-বিজেপি তাল ঠোকাঠুকি চরমে। শুভেন্দু অধিকারীর ১৮০-র হিসাবের পাল্টা দিলেন দেবাংশু ভট্টাচার্য। বোঝালেন ৬৮-র হিসেব !  ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় ১৮০ আসন জয়ের হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সেই দাবিকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। 




দেবাংশু ভট্টাচার্য অঙ্ক


বিধানসভা নির্বাচনের ফলের গাণিতিক সমীকরণের প্রসঙ্গ টেনে তৃণমূলের আইটি সেলের প্রধান লিখেছেন, '২০০-র টার্গেট দিয়ে যারা ৭৭ পায়, ৩৫-এর টার্গেট দিয়ে যারা ১২ পায়, ১৮০-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে? এরপর অঙ্কের ঐকিক নিয়মের উল্লেখ করে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, বিধানসভা ভোটের ট্র্যাক রেকর্ড অনুযায়ী ৬৮টি আসন পেতে পারে বিজেপি। সব শেষে লেখা হয়েছে, এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দুবাবু। বিরোধী দলের তকমাপ্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন। আপনি আমাদের লক্ষ্মী।' 


বাংলায় কে কত আসন পেয়েছিল ২০২১ -এ ?


বাংলায় এসে এর আগে দুই তৃতীয়াংশ আসন জয়ের পক্ষে সওয়াল করেছেন অমিত শাহ। দুই তৃতীয়াংশ আসন অর্থাৎ ১৯৬। আর বৃহস্পতিবার সেই পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই ২০২৬-এর টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারীও। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঝোড়ো প্রচার করে ২০০ আসনের টার্গেট স্থির করেছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। কিন্তু, ২০০ আসনের টার্গেট করে, ৭৭টি আসনে জিতেই থেমে যায় বিজেপি। এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।বিধানসভার আসন সংখ্য়া ২৯৪। সরকার গড়তে প্রয়োজন হয় ১৪৮। ২০২৬ এর বিধানসভা ভোটে কোথায় দাঁড়াবে বিজেপি ? ২১ এর থেকে উন্নতি হবে , নাকি আরও কমবে তাদের আসন? উত্তর দেবে সময়।