কলকাতা: ডেঙ্গি (Dengue) নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য দফতরের। বছর বছর শীতের শেষে কোভিড, আর বর্ষায় ডেঙ্গি নিত্য উদাহরণ হলেও অনেকেই এখনও সজাগ নন। তাই সচেতনতা বাড়াতে স্বাস্থ্য ভবনে (Healh Department) সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক আধিকারিকদের।
বিশেষ করে জমা জলেই ডেঙ্গির মশার আঁতুরঘর। তাই কোথাও জল জমতে দেওয়া যাবে না। ছাদ থেকে শুরু করে ঘরের আনাচে কানাচে, নর্দমা, বাড়ির চারিধার পরিষ্কার রাখতে নির্দেশ। তবে ঘরে মশারি টানানোর কথা প্রতিবারই এসময় মনে করিয়ে দেয় স্বাস্থ্য দফতর। এনিয়ে রাজপথে মশারি সহ নেমে সচেতনা অভিযান করতে অতীতে দেখা গিয়েছে পুরসভাগুলিকে। বাইশ সালে পুজোর আগে এবং পরে পড়ে থাকা বাঁশের ফাঁক ফোকরেও জল জমেও আতঙ্ক তৈরি করেছিল। যা মূলত ডেঙ্গির মশার বংশবৃদ্ধির জন্য উত্তম জায়গা।
পাশাপাশি খেয়াল রাখবেন, আপনার শরীর কেমন আছে। কী কী উপস্বর্গ দেখা দিয়েছে ? যদি ডেঙ্গির উপস্বর্গের কোনও বহিঃপ্রকাশ পান, তাহলে দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই গিয়ে যোগাযোগ করুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গি টেস্ট করান। মনে রাখবেন রোগ যতদ্রুত ধরা পড়বে, আপনার সুস্থ হয়ে ওঠার প্রবণতাও তত বাড়বে।
উত্তর ২৪ পরগনায় ক্রমশ ছড়াচ্ছে ডেঙ্গি আতঙ্ক। এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গতবারের তুলনায় কয়েক গুণ বেশি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭০০-এর বেশি। শহরের তুলনায় বেশি আক্রান্ত হচ্ছেন গ্রামের মানুষরা। সবথেকে খারাপ অবস্থা আমডাঙা ব্লকের। রাজ্যে ডেঙ্গির দাপট, ১২ দিনে মৃত্যু হয়েছে ৭ জন ডেঙ্গি আক্রান্তের। এহেন পরিস্থিতিতে সচেতনতা বাড়িয়ে তুলতে বিশেষ নজর স্বাস্থ্য দফতরের।
আরও পড়ুন, OMR Sheet-এ কারচুপির তালিকায় ৯০৭ শিক্ষক ! আদালতের নির্দেশে প্রকাশ্য়ে আনল SSC
প্রসঙ্গত, রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। আজ স্বাস্থ্য ভবনে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক আধিকারিকদের। ইতিমধ্যেই ৬টি জেলায় ঘুরে রিপোর্ট তৈরি করেছে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। সেই রিপোর্টের ভিত্তিতে পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে বীরভূম, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলাকে সতর্ক করা হবে বলে খবর সূত্রের। এছাড়াও, বসিরহাট, উত্তর ২৪ পরগনা, দুর্গাপুর সাব ডিভিশন, রানাঘাট, হুগলি ও হাওড়ার মতো বেশ কয়েকটি জায়গায় বাড়তি নজর দেওয়ার পরামর্শও দেওয়া হবে বলে সূত্রের দাবি।