ঝিলম করঞ্জাই, কলকাতা : নিম্নচাপের (Depression) জেরে দফায় দফায় চলছে বৃষ্টি। পুজোতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর বৃষ্টির জমা জলই ম্যালেরিয়া (Malaria) ও ডেঙ্গির (Dengue) মশার আঁতুড়ঘর। এই পরিস্থিতিতে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


পুজোয় ভয়াবহ চেহারা ডেঙ্গির ?


আবহাওয়া দফতর বলছে, পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই ঝিরঝিরে বৃষ্টির জেরে জমা জলই ডেঙ্গির মশার বংশবিস্তারের জন্য আদর্শ। তবে, কি পুজোয় আরও ভয়াবক আকার ধারণ করবে ডেঙ্গি? 


পুজোর আগে এখনই ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ অনেক হাসপাতালেই মিলছে না বেড। যেমন, বাগবাজার সঞ্জীবনী হাসপাতাল। তার বাইরে তো রীতিমতো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরি হাসপাতালে ৩টি শাখাতে ইতিমধ্যেই ডেঙ্গির চিকিৎসা হয়েছে ৪৫ জনের। MR বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন। বেলেঘাটা আইডিতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ ওয়ার্ড। 


পুজোয় বাড়তি প্রস্তুতি


কলকাতা পুরসভা সূত্রে খবর, পুজোর সময় সপ্তমীর দিন ছাড়া, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেকদিনই খোলা থাকবে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি। ইতিমধ্যেই বিভিন্ন পুজো মণ্ডপে পুরসভার তরফে ছড়ানো হচ্ছে মশানিধনকারী তেল। কুড়ির পল্লির গৌর লাহার স্ট্রিটের এবছরের পুজোর থিমে উঠে এসেছে করোনা ও ডেঙ্গি সচেতনতা। 


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, ও উত্তরের দার্জিলিং ও জলপাইগুড়িতেও ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যেই, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ-- তিনজেলার ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যায় এক বিশেষজ্ঞ টিম। ডেঙ্গি প্রতিরোধে মঙ্গলবার রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখেন দুর্গাপুর পুরসভার প্রতিনিধিরা। 


ডেঙ্গি উদ্বেগ


২৮ জনের মৃত্যু। রাজ্যে ১৮ হাজারের ওপর ডেঙ্গি আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে শুধুমাত্র সরকারি হাসপাতালেই ভর্তি হয়েছে ১২৯ জন! পুজোর আগে, রাজ্যে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি! চিকিত্‍সকরা বলছেন, আগের থেকে আরও মারাত্মক চেহারা নিয়েছে এবারের ডেঙ্গি। বদলেছে উপসর্গও। ধূম জ্বর, বমি, এসব ছাড়াও, এবার দেখা যাচ্ছে শ্বাসকষ্টের সমস্যা। ক্ষতিগ্রস্ত হচ্ছে লিভার। হঠাৎ স্বাদও বদলে যাচ্ছে।


হাওড়ায় বাড়ছে মৃত্যু


অন্যদিকে, হাওড়া ও বালি পুরসভায় এখনও পর্যন্ত, মৃত্যু হয়েছে ৫ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪০০-র কাছাকাছি। এই পরিস্থিতিতে এলাকায় স্তূপীকৃতি জঞ্জাল, আবর্জনা ভর্তি নর্দমা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামীণ হাসপাতালগুলিতে ডেঙ্গি টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন- বাড়ছে উদ্বেগ, উপসর্গ বদলাচ্ছে ডেঙ্গি, দেখা দিচ্ছে কী কী নতুন সমস্যা ?