কলকাতা : ডেঙ্গি মোকাবিলায় (Dengue Scare) এবার কলকাতা পুরসভার তরফে জারি করা হল অ্যাডভাইসারি (Advisory)। স্কুল পড়ুয়াদের ফুলহাতা জামা, ফুল প্যান্ট পরার পরামর্শ দেওয়া হয়েছে স্কুলগুলির কাছে। মশার কামড় (Mosquito Bite) থেকে বাঁচতে পড়ুয়াদের ফুলহাতা জামা, ফুল প্যান্ট পরে স্কুলে যাওয়ার পরামর্শ জানিয়ে কলকাতার সমস্ত স্কুলে অ্যাডভাইসারি দিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এদিকে, ডেঙ্গি মোকাবিলায় পুরসভায় বৈঠক স্বাস্থ্য সচিবের।
স্বাস্থ্যভবন (Swastha Bhavan) সূত্রে খবর, ৩ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫১। ৩ অগাস্ট শেষ হওয়া সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫০ জন। ২৭ জুলাই শেষ হওয়া সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৫। শুধু কলকাতা (Kolkata) নয়, শহরের গণ্ডি ছাড়িয়ে জেলাতেও বাসা বেঁধেছে ডেঙ্গি। স্বাস্থ্যভবন সূত্রে খবর, চলতি সপ্তাহে সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা উত্তর ২৪ পরগনায়। সেখানে আক্রান্ত হয়েছেন ৪০০ জন। নদিয়ায় ৩৫০ এবং হুগলিতে আক্রান্ত হয়েছেন ৯৫ জন।স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, এই মুহূর্তে প্রায় ২৫০ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। যাঁদের মধ্যে ১০-১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের খবর, গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজারের বেশি মানুষ। সরকারি হিসেবে মারা গিয়েছিলেন ৩০ জন। তবে বেসরকারি মতে, সেই সংখ্যা ছিল ১০৫। এই বছর এখনও পর্যন্ত ১০ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এসেছে। এর মধ্যে ৫ জনই নদিয়ার। ডেঙ্গি বাড়বাড়ন্তের মাঝে সতর্কতা হিসেবে চিকিৎসক জয়দেব রায় বলেছেন, জ্বর হলেই সময় নষ্ট না করে টেস্ট করাতে হবে। ডাক্তারের কাছে যেতে হবে। সময় নষ্ট করার কোনও জায়গা নেই। সব মিলিয়ে করোনা, ম্যালেরিয়ার আবহের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি।
এরমাঝেই কলকাতা সহ বিভিন্ন জেলাতে ডেঙ্গি মোকাবিলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। জলা জল পরিষ্কার করা থেকে মশার লাভার মারা স্প্রে ব্যবহার, বেড়েছে সবই। এরমাঝেই শিশুদের কথা মাথায় রেখে কলকাতার বিভিন্ন স্কুলগুলির কাছে অ্যাডভাইসারি পাঠাল কলকাতা পুরসভা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন