হাবড়া (Habra) ও বাগদার (Bagda) তিনটি বাজারে পুলিশের হানা। করোনাকালে সংক্রমণের (Corona Update) আশঙ্কা সত্ত্বেও তিনটি জায়গাতেই দেখা গেল বিধিভঙ্গের ছবি। এ দিন পুলিশকে নিয়ে হাবড়ার বাণীপুরে (Habra Banipur) শ্যাম সাহার বাজার (Shyam Sahar bazar) পরিদর্শনে যান পুর প্রশাসক। মাস্ক না পরায়, বিধিভঙ্গকারীদের সতর্ক করা হয়। পুলিশ চলে যাওয়ার পর যে-কে-সেই। মাস্ক খুলে ফেলতে দেখা যায় অনেককেই।


হাবড়ার মনসাবাড়ি বাজারেও (Habra Monsabari Bazar) একই ছবি। মাইকে প্রচার সেরে পুলিশ ফিরে যেতেই মাস্ক খুলে শুরু হয় বেচাকেনা। অন্যদিকে, বাগদার হেলেঞ্চা হাটে (Bagda Helencha Bazar) ব্যাপক ধরপাকড়। মাস্ক ছাড়া হাটে এসে পুলিশ দেখে কেউ দিলেন দৌড়। আবার পুলিশের গাড়িতে উঠতে না চাওয়ায় কারও জুটল মার। মাস্ক না পরায় ১০ জনকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ (Bagda Police Station)।


অন্যদিকে পুরুলিয়ার আদ্রা বাজারেও ক্রেতা-বিক্রেতা অনেকেরই মুখে ছিল না মাস্ক। পুলিশ পৌঁছতেই তড়িঘড়ি মাস্ক পরলেন অনেকে। মাস্কহীন ক্রেতাকে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয় পুলিশ। পাশাপাশি, মাস্ক না পরায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। 


রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus)। প্রত্যেকদিনই বাড়ছে সংক্রমিতের সংখ্যা। করোনা রুখতে আগামীকাল থেকে চারদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নিল ক্যানিং (Canning) ব্লক প্রশাসন ও ক্যানিং বাজার সমিতি।


দিন দুই আগেই এমন সিদ্ধান্ত নেন দক্ষিণ দমদম পুরসভাও। করোনা পরিস্থিতিতে তিনদিন বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দক্ষিণ দমদম পুরসভা। ঠিক করা হয় মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে বাজার-দোকান। কোনও ব্যবসায়ী এই নিয়ম লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেয় পুরসভা। 


একই পদ্ধতিতে করোনা ঠেকাতে উদ্যোগী হল ক্যানিং ব্লক প্রশাসনও। আগের দিনই ক্যানিং বাজারে ধরা পড়ে বিধিভঙ্গের ছবি। কোথাও ব্যবসায়ীর মুখে মাস্ক নেই তো কোথাও মাস্কবিহীন অবস্থায় বাজারে ঘুরছেন ক্রেতারা। প্রশাসনিক নজরদারিও চোখে পড়েনি সেভাবে। তবে এবার কড়া হাতে ব্যবস্থা নিতে তৈরি ক্যানিং ব্লক প্রশাসন ও ক্যানিং বাজার সমিতি।