সঞ্চয়ন মিত্র, কলকাতা: হাতে আর একমাসও বাকি নেই। বাঙালির প্রাণের উৎসব এবার দোরগোড়ায়। এই আবহে কীভাবে হবে এবার দুর্গাপুজো (Durga Puja)। কী থাকবে থিম (Theme) ? কীভাবে সাজিয়ে তোলা হবে মণ্ডপ (Pandel) থেকে আলোকসজ্জা, তা নিয়ে উৎসাহ, উত্তেজনা তুঙ্গে। 


বেহালার (Behala) আদর্শ পল্লির (Adarsha Palli) পুজো এবছর ৬৬ বছরে পড়ল। যা কিছু সনাতন, যা কিছু চিরন্তন, যা কিছু দীর্ঘদিন ধরে বহমান, তার সঙ্গে দৈনন্দিনের যে সংঘাত, এই বিষয়টিকেই থিমের মাধ্যমে তুলে ধরেছেন শিল্পী সঞ্জীব নারায়ণ দত্ত। 


এবিপি আনন্দকে তিনি জানান, ডোকরার আদলে চলছে এর কাজ। মণ্ডপ থেকে স্ট্রাকচারাল যে পার্ট, সেখানে এই ভাবনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের যা কিছু সংঘাত, সেগুলিকে ওয়ার্ম কালার ব্যবহার করে, অ্যাবস্ট্র্যাক্ট আর্টের মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে।                                                



এই মণ্ডপের মধ্যে ঢুকলেই দেখতে পাওয়া যাবে দৈনন্দিন সংঘাতের বিষয়বস্তু, ধীরে ধীরে মায়ের কাছে যত যাওয়া যাবে ততই এক শান্তির মাতৃমূর্তি। যে স্থান আমাদের প্রিয় আশ্রয়স্থল।                                                                


এবার এক নজরে দেখে নেওয়া দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট-


মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 


মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার


মহাষ্টমী - ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
(সন্ধিপুজো-
সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো।
সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু।
সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান।
রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি)


মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।


বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।


(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)