শুভেন্দু ভট্টাচার্য এবং রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দুর্গাপুজোর (Durga Puja) বিসর্জনে জলপাইগুড়িতে (Jalpaiguri) ভয়ঙ্কর দুর্ঘটনা। হড়পা বানে ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা নিয়ে জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিব। আজ মালবাজারে যাচ্ছে বিজেপির নয় সদস্যের প্রতিনিধি দল। এই দলে থাকছেন ৭ জন বিজেপি বিধায়ক, একজন বিজেপি সাংসদ ও জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি।
দুর্ঘটনার জেরে আজ জলপাইগুড়িতে যে কার্নিভাল হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। দুর্গাপুজোর আনন্দের মধ্যেই এই বিপত্তি হওয়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও গোটা পরিস্থিতি নিয়ে চাঞ্চল্য রয়েছে এলাকায়।
কী হয়েছিল?
প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান। জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। সকালে নদীর বিভিন্ন অংশে তল্লাশি শুরু হয়। তল্লাশি অভিযানে নামল এনডিআরএফ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য। একই হারে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতরও। দুর্ঘটনার পর কেউ নিখোঁজ নেই, দাবি মুখ্যমন্ত্রীর।
তবে এই ঘটনার জেরে জলপাইগুড়িতে বন্ধ হল কার্নিভাল। তবে কলকাতায় শনিবার রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি। আজ অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন কলকাতা পুলিশের কর্তারা।
আরও পড়ুন, বাজছে ডিজে, হেলছে নৌকো, হড়পাকাণ্ডের পরও ফেরেনি হুঁশ
ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/mamata-banerjee" data-type="interlinkingkeywords">পুজো। দু’বছরের করোনার ধাক্কা সামলে, পুজো মণ্ডপে ফিরেছে সেই জনজোয়ারের ছবি। করোনা আবহে দু’বছর বন্ধ থাকার পর এবছর ফিরছে পুজো কার্নিভালও। শনিবার বিকেল চারটের সময় রেড রোডে শুরু হবে কার্নিভাল। পুলিশের ‘ডেয়ার ডেভিল’ বাহিনীর স্টান্ট দিয়ে প্যারেড শুরু হবে। প্রায় ১০০ পুজো কমিটি অংশ নেবে কার্নিভালে। শনিবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।