কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: দামোদরের জলে দেখা মিলল ডলফিনের (Dolphin)। গলসির শিল্লাঘাটের দামোদরের জলে দেখা মেলে গাঙ্গেয় ডলফিনের। ডলফিন দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয়রা। স্থানীয় ও মৎসজীবীরা যাতে তাকে উত্তক্ত না করে, তার জন্য এলাকায় মাইকিং প্রচার বনদপ্তরের (Forest Department)।
গতকাল সকালে দামোদর নদে স্থানীয়দের নজরে পড়ে নদের জলের মাঝখানে কালো রংয়ের বিরাট বড় একটা কিছু জল থেকে ঝাঁপ দিয়ে উঠে, আবার জলে ডুবে যায়। এরপরেই তাঁরা মোবাইল ফোনে ওই দৃশ্যের ভিডিও ক্যামেরা বন্দি করে। তাঁরা বুঝতে পারে এটা ডলফিন। এরপরেই এলাকায় ছড়িয়ে পড়ে ডলফিন দেখা যাচ্ছে দামোদরের জলে। ডলফিন দেখতে ভিড় জমান বহু মানুষজন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ডলফিন লাফানোর সেই দৃশ্যের ভিডিও। খবর পৌঁছায় বনদপ্তরেও। বন দপ্তর সূত্রে জানা গেছে,এটিকে গাঙ্গেয় বা গ্যাঞ্জেটিক ডলফিন বলে। এর আগে পারাজ এলাকার শিল্লায় ও গলসি ১ ব্লকের রনডিয়া এলাকায় দেখা মিলেছিল গ্যাঞ্জেটিক ডলফিনের। তবে বেশ কয়েক মাস আগে কাটোয়ার গঙ্গাতেও দেখা মেলে এই ধরনের ডলফিনের।
অগাস্টের শুরুতেই বকখালির সমুদ্র তটে দেখা মেলে বিশাল আকৃতির ডলফিনের। ভোররাতে স্থানীয় মৎস্যজীবীরা যখন নদীতে মাছ ধরতে যায়, তখনই এই বিশাল আকৃতির ডলফিনকে দেখতে পায় তারা। বকখালির সমুদ্রসৈকতে ডলফিনটিকে সকাল থেকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প্রায় কুড়ি ফুটের চেয়েও বড় এই ডলফিনের আকৃতি। বিশালাকৃতি ডলফিনটিকে দেখতে পেয়ে ভিড় জমান স্থানীয়রা। পরে স্থানীয় এলাকার মানুষ বকখালি বন দফতরে এই খবর দেয়।পরে বনদফতরের কর্মীরা খবর পেয়ে মৃত ডলফিনটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অনুমান কোনও জাহাজের ধাক্কায় আঘাত খেয়ে বকখালি উপকূলে উঠে পড়ে ডলফিনটি। এত বড় ডলফিন আগে কখনও ফ্রেজারগঞ্জ এলাকায় দেখা যায়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন, ১৪ দিনের ইডি হেফাজতে মানিক ভট্টাচার্য
সম্প্রতি বিরল প্রজাতির ডলফিন ধরার অভিযোগে কোচবিহারে গ্রেফতার হন এক ব্যক্তি। বন দফতর সূত্রে খবর, রাতে স্থানীয় জেলে আক্কাস আলি শেখ প্রায় ২৫ কেজি ওজনের একটি ডলফিন শিকার করে তা ৬৫০০ টাকায় বিক্রি করে সমীর শেখ নামে এক ব্যক্তির কাছে। সমীর সেই ডলফিনের মাংস কেটে তা বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রেখেছিল। খবর পায় বন দফতর। ডলফিন স্তন্যপায়ী প্রজাতির বন্য সংরক্ষণ আইনে সিডিউল ১, পার্ট ১ সংরক্ষিত প্রাণী। যেমনটা- বাঘ বা হাতির ক্ষেত্রে আইন রয়েছে, একই আইন প্রযোজ্য ডলফিনের ক্ষেত্রেও। তাই ডলফিন ধরা, মারা একেবারেই নিষিদ্ধ। ডলফিন ধরার ক্ষেত্রে ৩ থেকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে অথবা হতে পারে ২৫ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।