বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান নিশিকান্ত মণ্ডল খুনে ৮ জন অভিযুক্তকে বেকসুর খালাস করল হলদিয়া মহকুমা আদালত। দোষী নই প্রমাণ হল, দাবি নিশিকান্ত মণ্ডল খুনে অন্যতম অভিযুক্ত মধুসূদন মণ্ডলের। ২০০৯ সালের ২২ শে সেপ্টেম্বর, খুন হন সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূলের (TMC) প্রধান নিশিকান্ত মণ্ডল। 


নন্দীগ্রামের (Nandigram) সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান নিশিকান্ত মণ্ডল খুনে ৮ জন অভিযুক্তকে বেকসুর খালাস করল হলদিয়া মহকুমা আদালত। ২০০৯ সালের ২২ শে সেপ্টেম্বর, সোনাচূড়ার কাছে খুন হন, নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা তথা সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূলের প্রধান নিশিকান্ত মণ্ডল। তাঁকে খুন করার অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। পরে ঘটনার তদন্তভার নিয়ে ৮ জনের বিরুদ্ধে হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দেয় CID। সেই ৮ জনকেই ১৪ বছর পর বেকসুর খালাস করল হলদিয়া মহকুমা আদালত।


এবিষয়ে নিশিকান্ত মন্ডলের ছেলে সত্যজিৎ মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। যদিও নিশিকান্ত মণ্ডল খুনে অভিযুক্ত মধুসূদন মণ্ডল বলেছেন, আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে, আমরা দোষী নই, প্রমাণ হল আরও একবার। আমাদের অন্যরকমভাবে ওই কেসে ট্য়াগ করা হয়েছিল।


                                                                                                                                                                                                                                 


আরও পড়ুন- রাজ্যে ফের বলি ডেঙ্গিতে, মৃত্যু হল ১৫ বছরের কিশোরের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial -এ