Midnapore News: তাঁর দোকানেই চিপস কিনতে গিয়েছিল নাবালক, পাশকুঁড়াকাণ্ডে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে FIR দায়ের করলেন মৃতের মা
Panskura Minor Death Mystery FIR Against Civic Volunteer: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াকাণ্ডে এবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মৃত নাবালকের মা

বিটন চক্রবর্তী,অনির্বাণ বিশ্বাস, পূর্ব মেদিনীপুর: চুরির অপবাদে নাবালক মৃত্যুর অভিযোগে তোলপাড় হয়েছিল পূর্ব মেদিনীপুরের পাশকুঁড়া। সেই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় দায়ের হল এফআইআর। মাত্র ১২ বছর বয়সে সব শেষ, চুরির অপবাদে নাবালক মৃত্যুর অভিযোগে তোলপাড় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। এবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করলেন মৃত নাবালকের মা। তার ভিত্তিতে মামলাও রুজু করেছে পুলিশ।
মৃত বালকের মা বলেন, যেহেতু আমার সন্তান চলে গেছে, আমার সবথেকে বেশি দাবি থাকছে শাস্তি। আমার ছেলে চলে গেছে, কঠোর যেন ওরা শাস্তি পায়। পুলিশের কাছে এটাই অনুরোধ করেছি।)রবিবারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁশকুড়ার সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর রক্ষিতের দোকানে চিপস কিনতে যায় নাবালক। দোকানে গিয়ে মালিককে না পেয়ে, মাটিতে পড়ে থাকা চিপসের প্য়াকেট তুলে নেয় সে। পরিবারের অভিযোগ,এরপরই মোটরবাইকে চেপে নাবালকের পিছু ধাওয়া করেন দোকান মালিক। মারধরের পাশাপাশি কান ধরে ওঠবসও করানো হয়। চুরির অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খায় নাবালক। চারদিন পর বৃহস্পতিবার মৃত্যু হয় তার।
মৃত বালকের মা বলেন, সন্তানকে যদি না 'চোর চোর' বলে তাড়িয়ে নিয়ে যেত, তাহলে আমার সন্তানটা হয়তো এই আত্মহত্যাটা করত না। ওর(সিভিক ভলান্টিয়ার) উচিত ছিল তো ও সিসিটিভিটা দেখে আমার বাড়িতে এসে জিজ্ঞেস করা? যে আমার সন্তান চুরি করে নিয়ে গেছে না কী করেছে ও(মৃত নাবালক)? বৃহস্পতিবার, অভিযুক্ত দোকান মালিকের বাড়িতে চলে ব্যাপক ভাঙচুর-তাণ্ডব। রবিবার, মৃত নাবালকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশকে নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, পুলিশের উচিত ছিল বাড়িতে আসা, এই পরিবার কোনওভাবে যদি আইনি সহায়তা চায় আমরা পাশে আছি।
অন্যদিকে, দোষীর শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় পাঁশকুড়া থানার সামনে চিপসের প্য়াকেট গলায় নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,'এদের (সিভিক ভলান্টিয়ার) বাড় চরম বেড়েছে কারণ এই লোকগুলো কেউ পরীক্ষা দিয়ে চাকরি পায়নি। এরা(সিভিক ভলান্টিয়ার) সব পার্টির ক্যাডার। এদের(সিভিক ভলান্টিয়ার) সংসার চলে না, এরা এইসব চুরিচামারি, দাদাগিরি রাহাজানির কাজে ব্যস্ত।' তৃণমূল-কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, চিপসের প্যাকেট সংক্রান্ত যে বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটা একটা সামাজিক ঘটনা।অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে আত্মহত্য়ার প্ররোচনা, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।






















