ঋত্বিক প্রধান, দিঘা: নিউ দিঘায় (News Digha) হোটেলের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু (Death) ঘিরে রহস্য। পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) নিউ ব্যারাকপুর (New Barrackpore) থেকে গতকাল ১২ জন বন্ধুর সঙ্গে নিউ দিঘায় বেড়াতে আসেন আলি আরিফ নামে ১৯ বছরের ওই তরুণ। আজ সকালে হোটেলের তিনতলার ছাদ থেকে তিনি পড়ে যান। ওই তরুণ কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন, খতিয়ে দেখছে দিঘা থানার পুলিশ (Digha Police Station)।  


গতকালই নিউ ব্যারকপুর থেকে বন্ধুদের সঙ্গে নিউ দিঘায় পৌঁছন আলি আরিফ। নিউ দিঘারই একটা হোটেলে ছিলেন তাঁরা। এদিন সকালে জানা যায়, আলি আরিফ নামে ১৯ বছরের ওই তরুণ ছাদ থেকে পড়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আলি আরিফের সঙ্গে থাকা বাকি বন্ধুদের আটক করেছে দিঘা থানার পুলিশ। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, রাতে খাওয়া দাওয়ার পর তিন তলার ঘরে তাঁরা চলে গিয়েছিলেন। কিন্তু এদিন ভোরে উদ্ধার হয় দেহ। ঠিক কী ঘটেছিল? কীভাবে এই তরুণ ছাদ থেকে পড়ে গেলেন? এই মৃত্যুর পিছনে কি কোনও ষড়যন্ত্র আছে কি? তদন্ত শুরু করেছে পুলিশ। 


গত মাসে পুরী বেড়াতে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার বিরাটির বাসিন্দা এক যুবক। হোটেলের চারতলার ঘরের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। যা ঘিরে রহস্য দানা বাঁধছে। পাঁচ জন বন্ধু মিলে তাঁরা পুরীতে গিয়েছিলেন। ভুবনেশ্বরের একটি হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। মৃত যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করা হয়েছে।


এদিকে বাঁকুড়ায় রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া। ভাইয়ের মৃতদেহ আগলে দাদা-বউদি। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া শহরের দোলতলায় দাদা-বউদির সঙ্গে থাকতেন বছর ছাপ্পান্নর সনৎ কর্মকার। গতকাল ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে পুলিশ এসে বাড়ি থেকে উদ্ধার করে ভাইয়ের মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্তত ২ দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। যদিও মৃতের দাদার দাবি, গতকাল দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভাইয়ের। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানার পুলিশ।


আরও পড়ুন: Kolkata: ম্যাজিস্ট্রেটের বাড়িতে নজরদারির অভিযোগ, বসানো হল পুলিশ পিকেট