কাঁথি, পূর্ব মেদিনীপুর: প্রার্থীতালিকা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিক্ষোভ। তৃণমূলের পক্ষ থেকে এদিন রাজ্যের ১০৮ পুরসভা নির্বচনে দলের প্রার্থীতালিকা ঘোষণার পরই জেলায় জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে চলে আসেন তৃণমূলের একাংশের। তাঁরা গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখাতে থাকেন। কাঁথি ও এগরা পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে এই বিক্ষোভ চলে। পরে কর্মী সমর্থকদের শান্তভাবে ফিরে যাওয়ার আর্জি জানিয়েছে মৎস্যমন্ত্রী জানান, তিনি কালই দলের নির্বাচনী কমিটির আহ্বায়কের পদ ছাড়বেন। প্রার্থী তালিকায় দেখে তিনি নিজেই মর্মাহত।
তিনি বলেছেন, ‘আমরা যে প্রার্থীতালিকা পাঠিয়েছিলাম, তা দল অনুমোদন দেয়নি, সেই কারণেই দলের মধ্যে ক্ষোভ বেড়েছে।প্রার্থীতালিকায় বিজেপির একজন-দুজন জায়গা পেয়েছেন। তাঁরা দাদার অনুগামী হিসেবে পরিচিত, এখনও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে। তাঁরা কী করে তালিকায় জায়গা পেল তা বুঝতে পারছি না।’
একইসঙ্গে নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন মৎস্যমন্ত্রী অখিল গিরি।
তিনি বলছেন, পাঁচ জনের কমিটি গঠন করা হয়েছিল। দুবার করে প্রতিটি ওয়ার্ডের নেতৃত্বকে নিয়ে আলোচনা করেছি। এরপর যে প্রার্থীতালিকা পাঠিয়েছিলাম, দল অনুমোদন দেয়নি। যে প্রার্থীতালিকা দল পাঠিয়েছে, তার সঙ্গে আমাদের পাঠানো তালিকার মিল নেই।
২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন । শুক্রবার তার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল । এদিকে, প্রার্থীতালিকা প্রকাশ হতেই জায়গায়, জায়গায় বিক্ষোভ চলে তৃণমূলের একাংশের। কামারহাটি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই অসন্তোষ ছড়ায়। কামারহাটি বিধায়ক মদন মিত্রর কাছে অসন্তোষ প্রকাশ করে তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ। বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ চলে। প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ তৃণমূলের একাংশের । মালবাজারে প্রার্থী-বিক্ষোভে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পুলিন গোলদারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। কোচবিহারেও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ হয়। উত্তর ২৪ পরগনার খড়দাতেও বিক্ষোভ দলেরই একাংশের। বিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ হয়। বাঁকুড়ায় ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকে নিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরোক্ষে দল ছাড়ারও হুমকি দেন কেউ কেউ। বাঁকুড়া, হুগলির আরামবাগ, পূর্ব মেদিনীপুরের কাঁথি সহ বিভিন্ন জায়গা থেকেই বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে।