প্রকাশ সিনহা, কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee )  চিঠির জবাব দিল ইডি। গত ১৩ জুন প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির তলবে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচি ( Nabajowar ) এবং ৮ জুলাই পঞ্চায়েত ভোটের কারণ দেখিয়ে ইডিকে এদিন ১৫ পাতার চিঠি দেন তৃণমূল সাংসদ। ইডি সূত্রে দাবি করা হয়, তাঁর চিঠি দিল্লির দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।  


অভিষেককে জবাবি-চিঠিতে কী বলল ইডি ?
সূত্রের খবর, চিঠিতে অভিষেককে জানানো হয়েছে, শুধুমাত্র কুন্তল ঘোষের ( Kuntal Ghosh )  চিঠি-বিতর্ক নয়, সার্বিকভাবে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগে ইডি-র ( ED ) তলবের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Justice Abhijit Gangopadhyay ) রায়ের কপি জুড়ে ১৫ পাতার চিঠি দেন অভিষেক। সেই চিঠির প্রতিটি পয়েন্ট ধরে অভিষেককে জবাবি-চিঠি দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।  


 ইডিকে লেখা চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,  তিনি তখন কলকাতায় নেই। রাজ্যজুড়ে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি আরও লেখেন, ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে। তিনি তার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।                      


প্রেক্ষাপট
শহিদ মিনার চত্বরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা  ও তারপর কুন্তল ঘোষের লেখা একটি চিঠির প্রেক্ষিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসা করতে পারে বলে নির্দেশ দেয় হাইকোর্ট। এদিন ইডিকে লেখা চিঠিতে সেই সংক্রান্ত মামলার উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, তদন্তে তাঁর থেকে যে সব তথ্য বা নথি চাওয়া হয়েছে, তার সঙ্গে গত ২৯ মার্চের সভায় তাঁর ভাষণের কোনও সম্পর্ক নেই।                                    


অন্যদিকে, ইডি সূত্রে দাবি, চিঠিতে যে মামলা এবং আদালতের নির্দেশের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, তাঁকে শুধু সেই কারণেই ডাকা হয়নি। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য ও নাম উঠে এসেছে। তার প্রেক্ষিতে তাঁকে এদিন তলব করা হয়েছিল।                                         


এই মামলায় ২০ মে,  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।