সুদীপ্ত আচার্য, কলকাতা : স্বাস্থ্য কমিশনের পরে এবার রাজ্যে শিক্ষা কমিশন ? বেসরকারি স্কুলের ফি-নিয়ন্ত্রণে এবার শিক্ষা কমিশন ? শিক্ষা কমিশন (Education Commission) তৈরিতে রাজ্য মন্ত্রিসভার নীতিগত সিদ্ধান্ত। গঠিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন (The West Bengal Private School Regulatory Commission Bill)। বেসরকারি স্কুলের একাংশের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ। অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগ এলে বিচার করবে শিক্ষা কমিশন ।
হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির (Ex Judge of Calcutta High Court) নেতৃত্বে গঠিত হবে শিক্ষা কমিশন। কমিশনের ১১ জন সদস্যের মধ্যে কমিশনার অফ স্কুল এডুকেশন । কমিশনে প্রাথমিক, মধ্যশিক্ষা, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। কমিশনে থাকবেন শিক্ষামন্ত্রী মনোনীত ২ জন শিক্ষাবিদ । কমিশনে থাকবেন সিবিএসই, আইসিএসই বোর্ডের প্রতিনিধিরাও । শিক্ষা কমিশন নিয়ে শীঘ্রই বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য, খবর সূত্রের।
বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। করোনাকালে যে নিয়ে বেশ কিছু জায়গায় বিক্ষোভও হয়েছিল। পাশাপাশি ফি সংক্রান্ত বিষয় নিয়ে অভিভাবকদের অভিযোগ পৌঁছেছিল আদালতের দরজাতেও। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) উঠেছিল বেসরকারি স্কুলের বাড়তি ফি চাওয়া নিয়ে অভিভাবকদের মামলা। যে ঘটনাক্রম থেকে শিক্ষা নিয়েই বেসরকারি স্কুলে পড়ুয়াদের জন্য শিক্ষা কমিশন গঠন করার ভাবনা ও পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
১১ সদস্যের যে কমিশন বেসরকারি স্কুলগুলির ফি-কাঠামো খতিয়ে দেখার কাজ করবে। পাশাপাশি কোথাও কোনও বাড়তি ফি নেওয়ার অভিযোগ এলে, সেটাও খতিয়ে দেখবেন তাঁরা। কিছুদিন আগেই বেশ কিছু বেসরকারি স্কুলের বাড়তি ফি নেওয়া প্রসঙ্গ নিয়ে বিষয়টি যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেই পথে হেঁটেই ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। এবার সেটি বিধানসভায় বিল হিসেবে পেশের পর আইন হিসেবে রাজ্যে জারি হওয়ার পথেই এগোবে রাজ্য সরকার।
আরও পড়ুন- টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন