Election Results 2024 Live Updates: 'টক টু মেয়র' অনুষ্ঠানে বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে ডিজি বিল্ডিংকে ধমক মেয়রের
West Bengal By Elections Result 2024: কে, কোথায় জিতল, নির্বাচন সংক্রান্ত প্রতি মুহূর্তের খবরের আপডেট জানুন।
আর জি কর মেডিক্যালের ছায়া এবার বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। রোগীমৃত্যুকে কেন্দ্র করে পুলিশের সামনেই হাসপাতালে তাণ্ডব চালাল মৃতের আত্মীয়-পরিজনেরা। ইমার্জেন্সি বিভাগে ঢুকে চালানো হল ভাঙচুর, ভাঙা হল ভিজিটর্স গেটের কাচ।
বঙ্গে বোসের ২ বছর পূর্তি, নিজের মূর্তির উন্মোচন রাজ্যপালের। রাজ্যপালকে মূর্তি উপহার জাদুঘর কর্তৃপক্ষের। রাজভবনে নিজের মূর্তির উন্মোচন করলেন সিভি আনন্দ বোস। মূর্তি উন্মোচন নিয়ে রাজ্যপালকে কটাক্ষ ব্রাত্য বসুর।
বলাগড়ের গুপ্তিপাড়া থেকে নিখোঁজ শিশু। বাড়ির সামনে থেকে নিখোঁজ ৪ বছরের শিশু। ড্রোন উড়িয়ে স্নিফার ডগ নিয়ে তল্লাশি পুলিশের। ৬০ জনের বিশেষ দল গঠন করে তল্লাশি পুলিশের। অপহরণের মামলা রুজু করে তদন্তে বলাগড় থানার পুলিশ।
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জের সেকেন্দ্রায় শাসক দ্বন্দ্বে বোমাবাজির অভিযোগ। এলাকা দখল নিয়ে শাসক দলের ২ গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের আরেক সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।
কসবাকাণ্ডের মূল অপারেটর মহম্মদ ফুলবাবু, কোর্টে দাবি সুশান্ত ঘোষের আইনজীবীর। বিহারের দুষ্কৃতীদের কলকাতায় আনা থেকে তাদের থাকার ব্যবস্থা, সবটাই অপারেট করছিল ফুলবাবু। ফুলবাবুই ধৃত যুবরাজ সিংহকে পাঠিয়েছিলেন হামলার জন্য়। ঘটনার পর বাকি অভিযুক্তরা এখনও বিহারে গা ঢাকা দিয়ে রয়েছে। বাকিদের খোঁজ পেতে ফুলবাবুকে পুলিশের হেফাজতে রাখা প্রয়োজন। আলিপুর কোর্টে সওয়াল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের আইনজীবীর। ৩ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে মহম্মদ ফুলবাবু।
পুলিশের পর এবার মেয়রের নিশানায় পুরসভার ডিজি বিল্ডিং। ফের 'অ্যাক্ট নাও'-এর বার্তা দিলেন ফিরহাদ হাকিম। 'মানুষ আমাদের কেন 'চোরপোরেশন' বলে? এই কারণে বলে। আমরা অযোগ্য বলে আমাদের বলে, আক্ষেপ মেয়রের। 'টক টু মেয়র' অনুষ্ঠানে বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে ডিজি বিল্ডিংকে ধমক মেয়রের।
বাংলার রাজনীতিতে সবুজ ঝড় অব্যাহত। ছয় কেন্দ্রের বিধানসভা নির্বাচনেও ছয়ে-ছয় তৃণমূল। তার মধ্যে দুই কেন্দ্রে জয়ের ব্যবধান এক লক্ষ ছাড়িয়ে গেল বাংলার শাসকদলের। অন্যদিকে, নৈহাটি বিধানসভার বুথভিত্তিক ফল নিয়ে প্রশ্ন তুলল বিরোধী পরাজিত প্রার্থীরা। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
ফের খালি হাতে ফিরতে হল বাম-কংগ্রেসকে। বিধানসভা উপনির্বাচনে ৬টি আসনেই জব্দ হয়েছে কংগ্রেস এবং বাম-জোটের জামানত। মাদারিহাটে বাম কংগ্রেসের লড়াই হয়েছে কার্যত নোটার সঙ্গে।
দিল্লিতে বিজেপির সদর দফতরে জনজোয়ার। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুষ্পবৃষ্টিতে মোদিকে স্বাগত দলীয় কর্মীদের। অন্যদিকে মহারাষ্ট্রেও বিপুল জয় বিজেপির, উচ্ছ্বসিত কর্মীরা।
উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি, কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা তথাগত রায়ের। রাজ্য নেতৃত্বের থেকে কেন্দ্রীয় নেতৃত্বের গলদ বেশি। পশ্চিমবঙ্গের মতো এমন কঠিন রাজ্যে পূর্ণসময়ের সভাপতি নেই। বিজেপি নেতাদের বক্তৃতায় কোনও সামঞ্জস্য নেই। বিজেপির কোনও লাইন নেই, কী বলতে হবে কেউ জানেন না। উপনির্বাচনে ভরাডুবির পর বিস্ফোরক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
বজবজ থানা চত্বর থেকে পালিয়ে গেল বন্দি। আলিপুর কোর্ট থেকে এনে থানায় ঢোকানোর সময় চম্পট। কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল বন্দি। পলাতক অমিত রাজভরকে গন্ডগোল ও মারধরের ঘটনায় গ্রেফতার করেছিল পুলিশ। আজ কোর্ট থেকে হেফাজতে পেয়ে থানায় ঢোকানোর সময় চম্পট বন্দির।
সংঘাতের আবহেই এবার বেনজির সৌজন্য। বাংলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ২ বছর পূর্তি, সৌজন্যের পাল্টা সৌজন্য। ফল-মিষ্টির সঙ্গে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। পাল্টা বোসকে মিষ্টি পাঠিয়ে সৌজন্য বিনিময় মুখ্যমন্ত্রীর। সাংবিধানিক প্রধান হিসেবে অভিজ্ঞতার কথা উল্লেখ করে বোসের চিঠি। 'প্রথম বছরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিতীয় বছরে কাঁটা', তৃতীয় বছরে উন্নয়নের প্রশ্নে একসঙ্গে চলার বার্তা দিয়ে চিঠি।
মহারাষ্ট্রে ফের সরকার গঠনের পথে বিজেপি, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। 'এক হয়ে লড়াই, আবার জিতল উন্নয়ন, আবার সুশাসনের জয়', মহারাষ্ট্রে বিজেপি জোটের সাফল্য নিয়ে পোস্ট নরেন্দ্র মোদির। সাফল্যের জন্য ঝাড়খণ্ডে জেএমএম-জোটকেও শুভেচ্ছা।
'বাংলাকে বদনাম করতে জমিদারদের তৈরি গল্প খারিজ করে দিল মানুষ', ৬ কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'বাংলাকে বদনাম করতে জমিদাররা যে গল্প তৈরি করেছিল, মানুষ তা খারিজ করেছে'। 'প্রথমবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ'। 'গণতান্ত্রিক পথে বিরোধীদের নির্মূল করে দেওয়ার জন্য মানুষকে প্রণাম'। 'বিরোধীদের মিথ্যা প্ররোচনায় গুরুত্ব না দিয়ে আমাদের ওপর আস্থা রেখেছে মানুষ', ৬ কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
দাদার ছেড়ে আসা আসনে বাজিমাত বোনের। ওয়েনাডে জয়ী প্রিয়ঙ্কা গান্ধী। ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে জয়ী হয়েছেন তিনি। জয়ের পর প্রিয়ঙ্কা বলছেন, মানুষ আস্থা রেখেছেন। বড় দায়িত্ব, মানুষের ভালবাসায় সম্মানিত, বলছেন প্রিয়ঙ্কা।
'আমরা জমিদার নই, মানুষের পাহারাদার', ৬ উপনির্বাচনে জয়ের পর এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর। 'মা-মাটি-মানুষকে বিনম্র চিত্তে জানাই অভিবাদন'। 'আমার অন্তরের অন্তস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম'। 'আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে'। 'মানুষই আমাদের ভরসা'। 'আমরা সবাই সাধারণ মানুষ এটাই আমাদের পরিচয়'। 'আমরা জমিদার নই, মানুষের পাহারাদার', আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে, পোস্ট মুখ্যমন্ত্রীর।
উপনির্বাচনেও ভরাডুবি, বিজেপিতে পরিবর্তনের ডাক দিলীপের। 'উপনির্বাচনের রেজাল্ট কী হবে, আগে থেকেই জানা ছিল। দলের কাজ করার পদ্ধতি পাল্টানো দরকার। বিজেপির সংগঠনে পরিবর্তন দরকার। উনিশের ভোটে মেদিনীপুরে লিড দিয়েছিলাম। লোকসভা থেকে উপনির্বাচন, বিজেপি ভাল ফল করতে পারছে না। ছাব্বিশের জন্য নতুন করে লড়াই শুরু করতে হবে', বললেন দিলীপ ঘোষ।
আর জি কর মেডিক্যালে মর্গের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। জোড়া ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর তদন্তের নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের। আর জি কর মেডিক্যালের রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ময়নাতদন্তের সব কাজই করছেন মর্গ অ্যাসিস্ট্যান্ট।
বাংলা জুড়ে আজ সবুজ ঝড়। উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার। মমতা বন্দ্যোপাধ্যায়ই ফ্যাক্টর। মানুষ আমাদের পাশে আছে। জয়ের পর প্রতিক্রিয়া হাড়োয়ার তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের।
ওয়েনাডে ৪ লক্ষ ৮ হাজার ৩৬ ভোটে এগিয়ে প্রিয়ঙ্কা গান্ধী। প্রথম ভোটেই দাদা রাহুল গান্ধীর রেকর্ড ভাঙলেন প্রিয়ঙ্কা। দাদার ছেড়ে আসা আসনে বোনের বাজিমাত।
কেরলের ওয়েনাডে ৪ লক্ষ ১০ হাজার ভোটে এগিয়ে প্রিয়ঙ্কা গাঁধী।
মহারাষ্ট্রে সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন NDA. মুখ্য়মন্ত্রীর পদ নিয়ে জল্পনা।
উপনির্বাচনে বিপুল জয় তৃণমূলের। দলকে অভিনন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লিখলেন, 'জমিদারদের আখ্যান, সংবাদমাধ্যম এবং কলকাতা হাইকোর্টের একাংশ বাংলাকে যেভাবে বদনাম চেষ্টা ভেস্তে দিলেন মানুষ। মাদারিহাটের মানুষকে বিশেষ করে ধন্যবাদ, এই প্রথম বার আমাদের আপনাদের হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য'।
কেরলের ওয়েনাডে ৪ লক্ষ ৮ হাজার ভোটে এগিয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। প্রথম বার সাংসদ হতে চলেছেন।
ঝাড়খণ্ডে ক্ষমতায় ফিরছেন হেমন্ত সরেন। ৫৫টি আসনে এগিয়ে I.N.D.I.A জোট।
বাংলার ৬ উপনির্বাচনে সবুজ ঝড়, ফের বিজেপির ভরাডুবি।
'মা-মাটি-মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানাই। জয় বাংলা। আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে,' উপনির্বাচনে জয়ের পর লিখলেন মমতা।
বিধানসভা উপনির্বাচনে ছয়টি আসনেই জয়ী তৃণমূল। তালডাংরাতেও জয় এল।
কেরলের ওয়েনাডে ৩ লক্ষ ৬০ হাজার ভোটে এগিয়ে প্রিয়ঙ্কা গাঁধী। প্রথমবার সাংসদ হওয়ার পথে।
মেদিনীপুর: মেদিনীপুরে ৩৩ হাজার ১৯০ ভোটে জয়ী তৃণমূল।
মহারাষ্ট্রে সরকার গঠনের পথে বিজেপি জোট। সেখানে ২২৭টি আসনে এগিয়ে বিজেপি জোট। কংগ্রেস জোট এগিয়ে ৫৪টি আসনে। ঝাড়খণ্ডে
৫১টি আসনে এগিয়ে JMM জোট। ওয়েনাডে ৩ লক্ষ ৩৮ হাজার ৯৭০ ভোটে এগিয়ে প্রিয়ঙ্কা গাঁধী। সন্ধে ৭টায় বিজেপির সদর দফতরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেরলের ওয়েনাডে ৩ লক্ষের বেশি ভোটে এগিয়ে প্রিয়ঙ্কা গাঁধী। দাদার ছেড়ে যাওয়া আসন থেকেই লোকসভায় প্রবেশ করতে চলেছেন।
মেদিনীপুরে জয়ী তৃণমূলের সুজয় হাজরা। পাঁচটি কেন্দ্রেই জয়ী জোড়াফুল শিবির।
মেদিনীপুরে জয়ী তৃণমূলের সুজয় হাজরা। পাঁচটি কেন্দ্রেই জয়ী জোড়াফুল শিবির।
ফের তালডাংরা জয়ের পথে তৃণমূল, সিমলাপালে প্রাক্তন সাংসদ সুভাষ সরকারের গাড়ি ঘিরে তৃণমূলকর্মীদের বিজয় উল্লাস।
মেদিনীপুর: ১৪ রাউন্ডে ৩১ হাজার ৪০০ ভোটে এগিয়ে তৃণমূল
হাড়োয়াতে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল।
হাড়োয়াতে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল।
মাদারিহাটে ৩০ হাজার ৩০৯ ভোটে জয়ী তৃণমূল।
সিতাই: ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়
নৈহাটি: ৪৮ হাজার ৯১২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে।
কেরলের ওয়েনাডে বড় জয়ের পথে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। প্রথমবার নির্বাচনে নাম লিখিয়েই বাজিমাত। ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
হাড়োয়া: পঞ্চম রাউন্ডে ৫২ হাজার ৫৯৭ ভোটে এগিয়ে তৃণমূল।
সিতাইয়ে পঞ্চম রাউন্ডের শেষে ৬০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
নৈহাটিতে পঞ্চম রাউন্ডেের শেষে ২৪ হাজার ৯১১ ভোটে এগিয়ে তৃণমূল।
বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে শুরু থেকেই সবুজ ঝড়। সিতাই: পঞ্চম রাউন্ডের শেষে ৬০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাট: দ্বিতীয় রাউন্ডের শেষে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মেদিনীপুর: চতুর্থ রাউন্ডের শেষে ১১ হাজার ৩৯৮ ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরা: দ্বিতীয় রাউন্ডের শেষে ৬ হাজার ২৮৪ ভোটে এগিয়ে তৃণমূল। নৈহাটি: ষষ্ঠ রাউন্ডের শেষে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়া: চতুর্থ রাউন্ডের শেষে ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে শুরু থেকেই এগিয়ে তৃণমূল। সিতাইয়ে তৃতীয় রাউন্ডের শেষে ৪০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল। দ্বিতীয় রাউন্ডের শেষে মেদিনীপুরে ৫০০০-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাটে দ্বিতীয় রাউন্ডের শেষে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে ৩ হাজার ৩০০ ভোটে এগিয়ে তৃণমূল। নৈহাটিতে পঞ্চম রাউন্ডের শেষে ২৪ হাজার ৯১১ ভোটে এগিয়ে তৃণমূল।
হাড়োয়ায় দ্বিতীয় রাউন্ডের শেষে ২২ হাজার ৮৩ ভোটে এগিয়ে তৃণমূল।
মহারাষ্ট্রে গণনার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই। ১২৩টি আসনে এগিয়ে বিজেপি। ১২৭ টি আসনে এগিয়ে কংগ্রেস জোট। অন্যান্যরা এগিয়ে ১২টি আসনে। ঝাড়খণ্ডে ৩৫টি আসনে এগিয়ে বিজেপি জোট। ৩৮টি আসনে এগিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট। ওয়েনাডে এগিয়ে প্রিয়ঙ্কা গান্ধী।
ভোটে যা করার করেছে। গণনায় ওরা নতুন কিছু না করলে, জয় হবে মানুষের। কেউ আহত হলে নৈহাটি স্তব্ধ হবে, হুঙ্কার বিজেপি প্রার্থীর। কোনও গন্ডগোল হবে না। অসুবিধায় পড়লে বিজেপি প্রার্থীর কাছে আমার নম্বর আছে, ফোন করলেই সব ঠিক হয়ে যাবে, কটাক্ষ তৃণমূল প্রার্থী সনৎ দে-র।
উপনির্বাচনে রাজ্যের ছয় আসনেই এগিয়ে তৃণমূল। নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, মেদিনীপুর, সিতাই এবং মাদারিহাটে এগিয়ে জোড়াফুল শিবির।প্রথম রাউন্ডের শেষে মেদিনীপুরে ৫০০০ ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাটে প্রথম রাউন্ডের শেষে ৫০০০ ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে প্রথম রাউন্ডের শেষে ১৫, ৩০০ ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে ৩৩০০ ভোটে এগিয়ে তৃণমূল। নৈহাটিতে তৃতীয় রাউন্ডের শেষে ১৪, ৬৯০ ভোটে এগিয়ে তৃণমূল। প্রথম রাউন্ড গণনার শেষে হাড়োয়ায় ৭০০০ ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ।
সিতাইয়ে প্রথম রাউন্ডের শেষে ১৫, ৩০০ ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে ৩৩০০ ভোটে এগিয়ে তৃণমূল। নৈহাটিতে তৃতীয় রাউন্ডের শেষে ১৪, ৬৯০ ভোটে এগিয়ে তৃণমূল। প্রথম রাউন্ড গণনার শেষে হাড়োয়ায় ৭০০০ ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ।
রাজ্য়ের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। চারটি কেন্দ্রে এগিয়ে তৃণমূল। এগিয়ে নৈহাটি, সিতাই, তালডাংরা, হাড়োয়ায়।
তালডাংরা আসনেও এগিয়ে গেল তৃণমূল। এগিয়ে দলের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।
রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। হাড়োয়ায় এগিয়ে গেল তৃণমূল। এগিয়ে শেখ রবিউল ইসলাম।
গণনার শুরুতে নৈহাটিতে এগিয়ে তৃণমূল। সেখানে এগিয়ে দলের প্রার্থী সনৎ দে।
কেরলের ওয়েনাডে উপনির্বাচনের ফল প্রকাশ। গণনার শুরুতে এগিয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।
মহারাষ্ট্রে গণনার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই। ১১টি আসনে এগিয়ে বিজেপি। ১০টি আসনে এগিয়ে কংগ্রেস জোট। ঝাড়খণ্ডে ৯টি আসনে এগিয়ে বিজেপি জোট। ১০টি আসনে এগিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট।
ভোটে যা করার করেছে। গণনায় ওরা নতুন কিছু না করলে, জয় হবে মানুষের। কেউ আহত হলে নৈহাটি স্তব্ধ হবে, হুঙ্কার বিজেপি প্রার্থীর। কোনও গন্ডগোল হবে না। অসুবিধায় পড়লে বিজেপি প্রার্থীর কাছে আমার নম্বর আছে, ফোন করলেই সব ঠিক হয়ে যাবে, কটাক্ষ তৃণমূল প্রার্থী সনৎ দে-র।
ভোটের দিন থেকেই সন্ত্রাস চলছে। হাড়োয়া হল সন্ত্রাসের আঁতুরঘর, অভিযোগ বিজেপি প্রার্থী বিমল দাসের।
আজ রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। ফল ঘোষণা হবে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা ভোটেরও। এই প্রেক্ষাপটেই সোমবার কালীঘাটে হতে চলেছে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখানে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কড়া ও স্পষ্ট বার্তা দিতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে থাকছে রাজ্য় পুলিশ। দ্বিতীয় স্তরে, রাজ্য় পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
পশ্চিমবঙ্গের সহ দেশের ১৫টি রাজ্য়ের ৪৮টি বিধানসভা কেন্দ্র ও ২টি লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা আজ। ফল ঘোষণা হবে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেরও । মহারাষ্ট্রে মোট বিধানসভা আসন ২৮৮টি। ম্য়াজিক ফিগার - ১৪৫। মহারাষ্ট্রে এ বার মূলত দ্বিমুখী লড়াই।
এক দিকে বিজেপি, শিবসেনার শিন্ডে গোষ্ঠী এবং এনসিপির অজিত গোষ্ঠীর জোট। অন্য দিকে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের NCP-র জোট। ঝাড়খণ্ড নির্বাচনে লড়াই মূলত দ্বিমুখী। এক দিকে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চার 'INDIA'। অন্য়দিকে, বিজেপি নেতৃত্বাধীন 'NDA'।
ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন ৮১। ম্য়াজিক ফিগার ৪১। প্রকাশিত হবে কেরলের ওয়েনাড ও মহারাষ্ট্রের নান্দেড় লোকসভা কেন্দ্রেরও ভোটের ফলও।
আজ রাজ্যে উপনির্বাচনের ফলপ্রকাশ। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের
রেজাল্ট আউট। ফলে, তাঁদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়কশূন্য় হয়ে পড়েছে। ২০২১-র বিধানসভা নির্বাচনে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা ও সিতাইয়ে জয় পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র মাদারিহাট আসনে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে, সাংসদ হয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে থাকছে রাজ্য় পুলিশ। দ্বিতীয় স্তরে, রাজ্য় পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
প্রেক্ষাপট
কলকাতা: রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হতে চলেছে শনিবার। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও
মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ফল প্রকাশিত হতে চলেছে। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে, সাংসদ হয়েছেন। ফলে, তাঁদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়কশূন্য় হয়ে পড়ে ছিল। (Election Results 2024 Live Updates)
পার্থ ভৌমিক ব্য়ারাকপুরের সাংসদ হয়ে যাওয়ায়, বিধায়কশূন্য় ছিল নৈহাটি। জুন মালিয়া মেদিনীপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জয়ী হওয়ায়, মেদিনীপুর বিধানসভা কেন্দ্র বিধায়কহীন ছিল। তালডাংরার তৎকালীন তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী, বর্তমানে সাংসদ। সিতাইয়ের বিধায়ক ছিলেন জগদীশ বর্মা বসুনিয়া। গত লোকসভা ভোটে জিতে, বর্তমানে তিনি কোচবিহারের সাংসদ। (West Bengal By Elections Result 2024)
একইভাবে, মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জিতে, সাংসদ হয়েছেন। ফলে, মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচন হয়। তবে, বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হয়েছিলেন তিনি।
যে ছয়টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়, তার মধ্য়ে গতবার পাঁচটিতে জিতেছিল তৃণমূল। শুধুমাত্র মাদারিহাট ছিল বিজেপি-র দখলে।
লোকসভা নির্বাচনেও বিধানসভার সমীকরণটা খুব বেশি বদলায়নি। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, নৈহাটিতে, তৃণমূলের সঙ্গে বিজেপি-র ব্য়বধান, প্রায় সাড়ে ১৫ হাজার। হাড়োয়ায় তৃণমূল এগিয়ে ছিল ১ লাখের বেশি ভোটে। মেদিনীপুরে অবশ্য় তৃণমূলের থেকে মাত্র ২হাজার ভোটে পিছিয়ে ছিল বিজেপি। তালডাংরায় তৃণমূল এগিয়ে ছিল প্রায় সাড়ে ৮ হাজার ভোটে। সিতাইয়ে ব্য়বধানটা ২৮ হাজারেরও বেশি। মাদারিহাটে অবশ্য় তৃণমূলের চেয়ে এগিয়ে ছিল বিজেপি।
যদিও জয় নিয়ে আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, "আমি কনফিডেন্ট। যেখানে যেখানে ভোট হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি বা NDA জিতবে। যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন। শহর এলাকায় ৭৪টি পুরসভায় বিজেপি এগিয়ে রয়েছে লোকসভা নির্বাচনের নিরিখে। পাঁচটিতে বাম-কংগ্রেস এগিয়ে রয়েছে। ১২০টি পুরসভা, কর্পোরেশনের ৭৫ জায়গায় তৃণমূল হেরেছে। পরবর্তী সময়ে আর জি কর ইস্যুতে আরও ড্যামেজ হয়েছে শহর এলাকায়।" যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সাফ বক্তব্য, "আমরা আশাবাদী। ৬-০ হবেই।"
ইতিমধ্য়েই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকা। গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকবে নতুন ধারা অনুযায়ী ১৬৩ ধারা। থাকছে ত্রিস্তরীয় গণনা। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। প্রথম স্তরে থাকছে রাজ্য় পুলিশ। দ্বিতীয় স্তরে, রাজ্য় পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গণনাকেন্দ্রের ভিতরে থাকছে CCTV. গণনাকেন্দ্রের ভিতর থেকে কোনওরকম ওয়েবকাস্টিং হবে না। কমিশনের নিয়ম অনুযায়ী, প্রথমে গণনা হবে পোস্টাল ব্য়ালট। তারপর, শুরু হবে EVM কাউন্টিং। প্রত্য়েকটি স্ট্রংরুম পাহারায় আছে ১ প্ল্য়াটুন কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ, ২৪ জন জওয়ান।
সিতাইয়ের গণনাকেন্দ্র দিনহাটা কলেজ। মাদারিহাটের, আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম। নৈহাটি বিধানসভার উপনির্বাচনের গণনাকেন্দ্র বঙ্কিমঞ্জলি স্টেডিয়াম। হাডোয়ার হাড়োয়া পিজি হাই স্কুল মেদিনীপুর কেন্দ্রের গণনাকেন্দ্র, মেদিনীপুর কলেজ এবং, তালডাংরার সিমলাপাল মদনমোহন হাই স্কুল। শনিবার বাংলা সহ ১৫টি রাজ্য়ের ৪৮টি বিধানসভা কেন্দ্র ও ২টি লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা হবে।
এছাড়াও শনিবার, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেরও ফল ঘোষণা। মহারাষ্ট্রে মোট বিধানসভা আসন ২৮৮টি। ম্য়াজিক ফিগার - ১৪৫। মহারাষ্ট্রে এ বার মূলত দ্বিমুখী লড়াই। এক দিকে বিজেপি, শিবসেনার শিন্ডে গোষ্ঠী এবং এনসিপির অজিত গোষ্ঠীর জোট। অন্য দিকে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের NCP-র জোট। পাশাপাশি কিছু ছোট আঞ্চলিক দলও রয়েছে। ঝাড়খণ্ড নির্বাচনে লড়াই মূলত দ্বিমুখী। এক দিকে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চার 'INDIA', অন্য়দিকে, বিজেপি নেতৃত্বাধীন 'NDA'. ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন ৮১। ম্য়াজিক ফিগার ৪১।
পাশাপাশি, শনিবার, কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রেরও ভোটের ফল প্রকাশ। এবারের লোকসভা ভোটে, রাহুল গান্ধী রায়বরেলি এবং ওয়েনাড দুটি আসনেই জয়ী হন। তারপর রায়বরেলি রেখে ওয়েনাড ছেড়ে দেন তিনি। এই আসনে প্রার্থী হন প্রিয়ঙ্কা গান্ধী। এবারই প্রথমবার ভোটের লড়াইয়ে তিনি। প্রিয়ঙ্কা গান্ধী কী পারবেন রাহুল গান্ধীর জেতা আসন ধরে রাখতে? মহারাষ্ট্র কি বিজেপি জোট ধরে রাখতে পারবে? না কি কংগ্রেস-উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের জোট ক্ষমতা ছিনিয়ে নেবে? ঝাড়খণ্ডে 'ইন্ডিয়া' জোটকে বড়সড় ধাক্কা দিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি? কী হবে উত্তরপ্রদেশের বিধানসভা উপ নির্বাচনে যোগী আদিত্য়নাথের সঙ্গে অখিলেশ যাদবের লড়াইয়ে? আর কিছু ক্ষণের মধ্যেই জানা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -