পূর্ণেন্দু সিংহ, সুমন ঘড়াই ও অনির্বাণ বিশ্বাস: বাঁকুড়ার (Bankura) সভা থেকে আলুর মূল্যবৃদ্ধি (Potato Price Hike) নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম নিয়েও যুক্তি দিলেন বিজেপি নেতা (BJP Leader)। দ্রুত আলুর দাম স্থিতিশীল হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। এ দিকে, বেলাগাম জ্বালানির দাম নিয়ে মোদি সরকারকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)।

  


বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথায়, নেতাদের ধরে পিছনে একটু পেট্রোল দিয়ে দিন, কেমন দৌড় মারবে দেখুন। দিন আসছে TMC নেতাদের পিছনে পেট্রোল দেওয়া হবে। আলুর দাম কমাতে পারছ না। ঢেঁড়সের দাম, ঝিঙের দাম কমাতে পারছ না। পেট্রোল তো অনেক দূর।


তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'এক হাজার টাকা রান্নার গ্যাস! এটাই আচ্ছে দিন? মানুষ খাবে টা কী? আলুভাতে ভাত? আলুর যা দাম, তাতে আলুভাতও এখনও কঠিন বিষয় হয়ে পড়ছে অনেকের কাছে। আর তাই তৃণমূল যখন মোদি সরকারের বিরুদ্ধে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের চড়া দাম নিয়ে সরব, তখন বিজেপির হাতিয়ার আলুর ভয়ঙ্কর দাম!' 

কলকাতার বাজারগুলিতে জ্যোতি আলুর দাম বাড়তে বাড়তে পৌঁছে গেছে ৩০ টাকা প্রতি কেজি। আর চন্দ্রমুখী আলুর দাম তো হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছে। আকাশছোঁয়া আলুর দাম নিয়ে, বুধবার বাঁকুড়ায় দলীয় সভা থেকে তৃণমূল সরকারকে আক্রমণ করেন দিলীপ ঘোষ।  


দিলীপ ঘোষ এ প্রসঙ্গে আরও বলেন, এখন ৩৫ টাকা, ৪০ টাকা। কি, হয়েছে কিনা? আলু কী ইউক্রেন থেকে আসছে না, রাশিয়া থেকে আসছে? ডবল কেন হল? ৯০ টাকার পেট্রোল যদি ১০০ টাকা হয়, ১১৫ টাকা হয়, কত দাম বাড়ল? ২০% বেড়েছে, ২৫% বেড়েছে। আর আলু, ১৮ টাকা টা ৩৬ টাকা হয়েছে। ১০০% বেড়েছে। আরে আলু তো রোজ খায়, সবাই খায়। পেট্রোল তো খায় না কেউ।


আলুর মূল্যবৃদ্ধি নিয়ে যখন বেলাগাম দিলীপ, তকন কৃষিমন্ত্রীর দাবি, কয়েকদিনেই স্থিতিশীল হবে আলুর দাম। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়, যাঁরা কোল্ড স্টোরেজের মালিক, তাঁদের দু-একটা অ্যাসোসিয়েশনের লোকের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি কথা বলেছিলাম যে, ওরা এখনও বলছে যে, কোল্ড স্টোরেজ থেকে ছাড়ার সময় হয়নি। খুব তাড়াতাড়ি আমরা ছাড়ব। ইন দ্য মিন টাইম, ইউপি থেকে কিছু আলু আসছে আমাদের রাজ্যে। আমি খবর নিয়েছি। ফলে আলুর যে দামটা হঠাৎ করে হাইক হয়ে গেছে, এটা এতটা বাড়ার কথা না। আলু হয়েছে তো নিশ্চয়। আমার মনে হচ্ছে, কয়েকদিনের মধ্যে এই আলুটা স্টেবল হয়ে যাবে।


দেশে প্রথমবার রান্নার গ্যাসের দাম ১ হাজার টাকার গণ্ডি পেরিয়ে গেছে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে পেট্রোল-ডিজেল। সর্ষের তেল ডবল সেঞ্চুরির দোরগোড়ায়। ঊর্ধ্বমুখী বাজার। যার প্রভাব সরাসরি পড়েছে হেঁশেলে। মানুষের এই ক্ষোভকে হাতিয়ার করে, অসমের কামাখ্যা থেকে মোদি সরকারকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সিনেমায় কর ফ্রি, অথচ ওষুধ-গ্যাস-পেট্রোলে জিএসটি বসায়। আপনারা এমন সরকার চান? পেট্রোল ১১০, সর্ষের তেল ২০০ টাকা, ৪০০ টাকার গ্যাস ১০০০। এটাই আচ্ছে দিন? ৪০০ টাকা আপনি দিচ্ছেন, বাকি টাকা দিচ্ছেন বিজেপিকে ভোট দেওয়ার জরিমানার জন্য।