কলকাতা: বাঙালির প্রিয় খেলা ফুটবল। পরাধীন ভারতে ফুটবল মাঠেও ব্রিটিশদের সঙ্গে লড়াই করত বাঙালি। স্বামী বিবেকানন্দও ফুটবলের গুণগ্রাহী ছিলেন। চরিত্র গঠনের অন্যতম মাধ্যম ফুটবল খেলা। অতীতের মতো একচেটিয়া আধিপত্য না থাকলেও, এখনও বাঙালি ফুটবলার ছাড়া ভারতীয় দল হয় না। আইএসএল-এর যুগে ফুটবলে অনেক টাকাও এসেছে। ফলে ফুটবল খেলা এখন অন্যতম পেশাও হয়ে উঠেছে। এসব কথা চিন্তা করেই খেলার মাধ্যমে সমাজ গঠনের লক্ষ্যে পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলেছে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘ। কিছুদিন আগেই কলকাতায় এসে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে দেখা করেন আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের আনন্দনগর, পুরুলিয়া শাখার রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ অবধূত। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এই ফুটবল অ্যাকাডেমিকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে।
আচার্য নারায়ণানন্দ অবধূত জানিয়েছেন, ‘গত বছরের এপ্রিল থেকে ফুটবল অ্যাকাডেমি চালু হয়েছে। ৫২টি ছেলে ও ৩০টি মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে। দু’জন ভাল কোচ রাখা হয়েছে। কলকাতা ফুটবল লিগেও ছেলে ও মেয়েদের দল নামানোর চেষ্টা চলছে। কলকাতা থেকে প্রাক্তন ফুটবলার ও কোচদের নিয়ে গিয়ে দল গঠনের কাজ শুরু হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।’
আচার্য নারায়ণানন্দ অবধূত আরও বলেছেন, ‘এখন বেশিরভাগ জায়গাতেই খেলার চল উঠে যাচ্ছে। সবার হাতেই মোবাইল ফোন। গ্রামের ছেলেরা একটু পড়াশোনা করেই আর চাষবাস করতে চাইছে না। কিন্তু ওরা ভবিষ্যতে কী করবে, সেটাও ঠিকমতো বুঝতে পারছে না। তরুণরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এসব দেখেই আমরা ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলার সিদ্ধান্ত নিই। আমাদের আশা, খেলার মাধ্যমে আদর্শ জীবন গড়ে উঠবে। ১৯৯১ থেকে আমরা বিভিন্ন ধরনের খেলা আয়োজন করে আসছি। অ্যাকাডেমি গড়ে তোলার ইচ্ছা ছিল। সেটা শেষপর্যন্ত সম্ভব হয়েছে। এবার এই অ্যাকাডেমিকে বড় করে তুলতে হবে। আমাদের আশা, খেলার মাধ্যমে আদর্শ সমাজ গঠন করা সম্ভব হবে।’