কলকাতা: দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে দলের একের পর এর নেতার (TMC Updates)। সেই আবহে বিরোধীরা যখন লাগাতার আক্রমণে শান দিয়ে চলেছে, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রস্তুতি শুরু করে দিল শাসকদল তৃণমূল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিলা ভোটকেই এই মুহূর্তে পাখির চোখ করছে তারা। তার জন্য ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি চালু করছে মহিলা তৃণমূল (WOmen TMC)। বাড়ি বাড়ি জনসংযোগে নামছেন বুথভিত্তিক মহিলা তৃণমূল কর্মীরা।
মহিলা ভোট ঝুলিতে ভরাই লক্ষ্য তৃণমূলের
রাজ্যের ৩ হাজার ৩৪২টি পঞ্চায়েতের প্রতি কেন্দ্রে মহিলা তৃণমূলের ‘পঞ্চায়েতি সভা’। তাই রাজ্যের প্রায় ৪৯ শতাংশ মহিলা ভোটারের মন জয়ে প্রচার নামছে তৃণমূল। ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা রয়েছে। পুজো মিটতেই তাই প্রচারে তৃণমূল।
লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী থেকে স্বাস্থ্য সাথী, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রকল্পের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত নারীরা! বিধানসভা ভোটের প্রচারেও তৃণমূলের মূল সুরও ছিল...'বাংলা নিজের মেয়েকেই চায়’। সেই সুর ধরেই দুয়ারে যখন পঞ্চায়েত নির্বাচন, তার আগে ‘চলো গ্রামে যাই’ নিয়ে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস।
এই কর্মসূচির আওতায় বুথ স্তরের মহিলা তৃণমূলের কর্মীরা, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলবেন। মহিলাদের যে প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার,কন্যাশ্রী, রূপশ্রী পাচ্ছেন কি না, তার খোঁজ নেওয়া হবে। প্রকল্পের সুবিধে না পেলে পাওয়ার ব্যবস্থা করবে। কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার বিষয়টিও প্রচারে তুলে ধরা হবে।
আগামী বছরের গোড়াতেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন
পঞ্চায়েত নির্বাচনে এ রাজ্যে মোট ভোটার ৭ কোটি ২০ লক্ষ। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি, অর্থাৎ ভোটারের ৪৯ শতাংশ। তাতেই মহিলা ভোটারদের মনজয় করাই লক্ষ্য শাসকদলের। তাই রাজ্যের ৩ হাজার ৩৪২টি পঞ্চায়েতে মহিলা তৃণমূল সভা করবে। ১ নভেম্বর থেকে তিন ধাপে হবে প্রচার। প্রায় আড়াই মাস ধরে চলবে এই কর্মসূচি।
তৃণমূসলের এই নয়া কর্মসূচি নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১ নভেম্বর থেকে শুরু হতে চলা ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'চলো মাল কামাই'।