মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বুধবার ছিল গণেশ পুজো (Ganesh Puja)। দেশজুড়ে পালিত হয়েছে সিদ্ধিদাতার আরাধনা। সেই আবহেই এক অনন্য নজির গড়ে উঠল দুর্গাপুরে (Durgapur)। বুদ্ধি ও জ্ঞানের দেবতা হিসাবে পরিচিত সিদ্ধিদাতা। আর মেয়ের ইচ্ছায় এবার গণেশ পুজো করে 'ধর্ম যার যার, পুজো সবার' বার্তাই দিলেন এক মুসলিম পরিবার (Muslim Family)।
কাজী মহম্মদ মুস্তফা পেশায় একজন ফিজিওথেরাপি চিকিৎসক। মেয়ের ইচ্ছের পাশাপাশি তাঁরও দীর্ঘদিনের ইচ্ছে ছিল হিন্দু দেবদেবীর আরাধনা করার। নিজের এই সুপ্ত ইচ্ছাকে ছোট থেকেই প্রতিষ্ঠিত করার কতাহ ভেবেছিলেন। কিন্তু বিভিন্ন প্রতিকূলতায় সম্ভব হয়নি। তবে এবার মেয়ের ইচ্ছেতেই এগিয়ে এলেন চিকিৎসক।
চিকিৎসকের কথায়, করোনা পরিস্থিতির ঠিক আগে মেয়ের ইচ্ছে ছিল সিদ্ধিদাতার আরাধনা করার। যদিও সেই সময় তা হয়ে ওঠেনি। এবার অবশ্য এই পুজো করার সম্মতি দেন কাজী মহম্মদ মুস্তফার স্ত্রী কাজী এহেনা সুলতানাও। শুরু হয় হিন্দু পুরোহিত দিয়ে সিদ্ধিদাতার আরাধনার চিন্তাভাবনা। পুজোর আচার রীতি মেনে ঠাকুর আনা থেকে পুজোর জোগাড় সবেতেই হাত লাগায় মুসলিম পরিবারের সকলে।
আরও পড়ুন, ‘ব্যাপক হবে ভোট’, জেলে বসেই পঞ্চায়েত ভোটের ভাবনা অনুব্রতর?
তবে প্রথমবার এলাকাবাসীরা সেভাবে না এলেও আজ এই পুজো হয়ে উঠেছে সর্বজনীন। এলাকার যুবক যুবতী থেকে বৃদ্ধ-বৃদ্ধা সকলেই একত্রিত হয় এই পুজোতে। পাড়া প্রতিবেশীরা জানিয়েছে, এই উদ্যোগ সত্যিই অভাবনীয়। কাজী মহম্মদ মুস্তফা বাবুর পুজো পাড়ার সর্বজনীন পুজোয় পরিণত হয়েছে। এই পুজোয় থাকে অন্নকূটের ব্যবস্থা। মুসলিম হয়েও শহরের বুকে অদম্য ইচ্ছে শক্তি দিয়ে সিদ্ধিদাতার আরাধনা করে এলাকাবাসীকে একত্রিত করে সম্প্রীতির এ এক অনন্য নজির গড়েছে মুসলিম পরিবার।