কলকাতা: শনি ও রবিবার মকর সংক্রান্তির (Makar Sankranti) পুণ্যস্নান। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল। এসেছেন বিদেশি পর্যটরাও। প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ি, শুক্রবার দুপুর ৩টে পর্যন্ত গঙ্গাসাগরে এসেছেন প্রায় ৩১ লক্ষ পুণ্যার্থী।
গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল: সাগরতীর্থ জমজমাট। নানা বয়সের নানা মুখ, নানা অভিব্যক্তি৷ পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকূল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার হয়ে গেছে এই ভারতের মহামানবের সাগরতীরে। এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তি। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, দু'দিনই সাগরে স্নান করতে পারবেন পুণার্থীরা।
মকর সংক্রান্তির পুণ্যস্নান: ইতিমধ্যেই লক্ষাধিক পুণ্যার্থী ভিড় করেছেন সাগরে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরে পুণ্য়স্নান করতে ভিড় করছেন মানুষজন। জোরদার করা হয়েছে সাগরমেলার নিরাপত্তা। জলপথের পাশাপাশি, নজরদারি চলছে আকাশপথেও। এদিন মেলাপ্রাঙ্গন ঘুরে দেখার পাশাপাশি, মেলার মেগা কন্ট্রোল রুম ঘুরে দেখেন রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা। এদিকে, আউট্রাম ঘাটের ট্রানসিট ক্য়াম্পেও উপচে পড়া ভিড়। সাধু সন্ত থেকে শুরু করে এসেছেন পুণ্য়ার্থীরা। এখান থেকেই বাসে করে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত গঙ্গাসাগরে এসেছেন প্রায় ৩১ লক্ষ পুণ্যার্থী।
মকর সংক্রান্তির স্নানের আগে এবার সাময়িক বিরতি নিয়েছে শীত। হাওয়া বদলের জেরে মকর স্নানের সময় কনকনে ঠান্ডা থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফের উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি। তা বলে রাজ্য থেকে এখনই বিদায় নিচ্ছে না শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। সোমবারের পর থেকে ফের নামতে শুরু করবে পারদ। আগামী সপ্তাহে রাজ্যে ঢুকতে শুরু করবে অবাধ উত্তুরে হাওয়া। তার হাত ধরে ধরে রাজ্যে ফের ঝোড়ো ইনিংস খেলবে শীত। জেলায় জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Dakshineshwar Shootout: দক্ষিণেশ্বরে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার