সন্দীপ সরকার, রাজীব চৌধুরী, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : একটা বিপর্যয় শুধু প্রাণই কেড়ে নেয়নি, শেষ করে দিয়েছে একাধিক পরিবারকে। গার্ডেনরিচের বহুতলে রাজমিস্ত্রির কাজে এসে, প্রাণ গিয়েছে মুর্শিদাবাদ ও হুগলির ২ জন শ্রমিকের। তাঁদের মধ্যে ১ জনের বয়স ১৮ বছর। অথৈ জলে পড়েছে মৃতদের পরিবার। 


রবিবার দুর্ঘটনার রাত থেকে ভয়াবহ দৃশ্যের সাক্ষী রইল কলকাতা।  ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছিল দেহ, আর কান্নায় ভেঙে পড়ছিল পরিবারগুলো। মুর্শিদাবাদের রানিতলা থানার কোলান রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা, ২৪ বছরের যুবক নাসিমউদ্দিন শেখ। ২০ দিন আগে এই বহুতলেই এসেছিলেন রাজমিস্ত্রির কাজ করতে। মজুরি পাচ্ছিলেন দৈনিক ৭০০ টাকা। শনিবার রাতে, এই নির্মীয়মাণ বহুতলেরই দোতলায় ঘুমোচ্ছিলেন তিনি।  সেই সময়ই ঘনিয়ে আসে মৃত্যু। নাসিমউদ্দিনের মতোই, ধংসসতূপের নীচে চাপা পড়ে ছিল তাঁর সম্বলটুকুও। ইট, পাথর, রডের টুকরোর স্তূপ হাতড়ে সেই ব্যাগ খুঁজে পেলেন পরিজনেরা। তাঁদের তো বেঁচে থাকতে হবে। সংসারের রোজগেরে মানুষটা তো চলে গেল। ৩ সন্তানকে নিয়ে কী করবেন ভেবেই কূল পাচ্ছেন না নাসিমউদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রী। 'ওদের আমি শাস্তি চাই। আমার ছেলেদেরকে কে দেখবে? 'হাহাকার স্ত্রীর। মঙ্গলবার মুর্শিদাবাদে নাসিমউদ্দিনের গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। 


নাসিমুদ্দিনের মতোই পরিণতি হয়েছে তাঁর আত্মীয় শেখ আবদুল্লারও। হুগলির খানাকুলের বাসিন্দা ১৮ বছরের কিশোর।  গার্ডেনরিচে এসেছিলেন রাজমিস্ত্রির কাজে। কিন্তু রোজগার করে সংসারটা গোছানো হল না। স্ত্রী তসলিমা খাতুন জানালেন, 'ডিসেম্বরে বিয়ে হয়েছে। আমি বলেছিলাম ভারী কাজ, পারবে না। ফোন কথা হয়েছিল ওইদিন সন্ধে ৬-৯ টা অবধি। ভিডিও কল করবে বলেছিল পরে।' আর কথা হয়নি, ভিডিও কলের দেখাটুকুও এ জন্মের মতো বাকিই রয়ে গেল।


 আশিয়া বেওয়া। বহুতল বিপর্যয়ে হারিয়েছেন ২ জামাইকেই। তিনি শোকস্তব্ধ, আগামীর চিন্তায় আতঙ্কিত, কী করে চলবে পেট ? এই গরীব মানুষগুলোর মৃত্য়ুর জন্য় যারা দায়ী, তারা কি কোনওদিন শাস্তি পাবে? প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। সরকারি ক্ষতিপূরণের প্রতিশ্রুতি আছে। কিন্তু সারাজীবনের দায়িত্ব কে নেবে ? কার ভরসায় মানুষ হবে নাসিমুদ্দিনের ছেলেরা ? 


গার্ডেনরিচ বহুতল-বিপর্যয় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই বেঘোরে প্রাণ গিয়েছে ১০জনের। ধ্বংসস্তূপ থেকে আরও মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার । ২দিন পার করেও আটকে একজন। বেআইনি নির্মাণের অভিযোগ, পুরসভা ও পুলিশের বিলম্বিত তৎপরতা, সবই তো হচ্ছে, কিন্তু এক বহুতলের পতনে যে কত সংসারের ভিত নড়ে গেল, সে দায় কে নেবে ? 


Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ