সৌভিক মজুমদার, কলকাতা: বিশ্ববিদ্য়ালয়গুলিতে (University) উপাচার্য নিয়োগের সার্চ কমিটি সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে ৩ সপ্তাহের মধ্যে রাজ্য়ের বক্তব্য় জানতে চাইল হাইকোর্ট। এর মধ্যে রাজ্য় সরকার সার্চ কমিটি নিয়ে কোনও সিদ্ধান্ত নিলে তা জানাতে মামলাকারীকে নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ৩১ জুলাই।


উপাচার্য নিয়োগের সার্চ কমিটি : উপাচার্য নিয়োগের সার্চ কমিটি সংক্রান্ত মামলার শুনানিতে, মামলাকারীর আইনজীবী সুস্মিতা সাহা দত্ত বলেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে স্বজনপোষণের কোনও জায়গা নেই। UGC-র সিদ্ধান্ত অনুয়ায়ী উপাচার্য নিয়োগ করতে হয়। সার্চ কমিটির সদস্য়পদে বেআইনিভাবে রাজ্য় সরকারের ৩ জন প্রতিনিধি রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একাধিক নির্দেশ উল্লেখ করে আইনজীবী সুস্মিতা সাহা দত্ত বলেন, কোনওরকম স্বজনপোষণ যাতে না হয়, সেই কারণে রাজ্য়ের হস্তক্ষেপ মানা হয়নি।                                                  

প্রধান বিচারপতি মামলাকারীকে প্রশ্ন করেন, UGC-র রেগুলেশন প্য়ানেলে কতজন থাকবেন বলা আছে? কারা থাকবেন, কী ব্যাখ্যা আছে? তাহলে UGC-র কোনও এক্তিয়ার নেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার।এরপর প্রধান বিচারপতি রাজ্য় সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কোনও শিক্ষাবিদ নেই কেন? জবাবে রাজ্য় আদালতে জানায় ৫ জনই শিক্ষাবিদ। UGC-র আইন অনুযায়ী সব করা হয়েছে। কোনও বিশ্ববিদ্য়ালয়ে এখন সার্চ কমিটি তৈরি হয়নি। এরপর প্রধান বিচারপতি বলেন, যতদূর জানি মুখ্যমন্ত্রীর মনোনীত কেউ কোনও বিশ্ববিদ্যালয়ে থাকেন না। রাজ্য় সরকার আদালতে জানায়, মূল ভাবনা হল, তিনি শিক্ষাবিদ হবেন।           

কেন্দ্রের তরফে অ্য়াডিশনাল সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী আদালতে জানান, উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয় যৌথ তালিকাভুক্ত। ফলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কেন্দ্রের।কেন্দ্রের প্রতিনিধি হিসেবে রাজ্যপাল রাষ্ট্রপতির পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন।বিশ্ববিদ্য়ালয়গুলিতে উপাচার্য নিয়োগের সার্চ কমিটি নিয়ে অর্ডিন্যান্স এনেছে রাজ্য় সরকার। নতুন আইনে ৫ জন সদস্য়ের মধ্যে ৩ জন সদস্য় রাজ্য় সরকারের প্রতিনিধি।সার্চ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকেই। কিন্তু, সার্চ কমিটিতে কীভাবে রাজ্য়ের ৩ জন প্রতিনিধিকে রাখা হয়েছে? সেই প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ৩১ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।


আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি