কলকাতা: শুধু জমি ফেরত নয়, আগের অবস্থায় অর্থাৎ চাষযোগ্য করে কৃষকদের জমি ফেরত দিতে হবে। দাবিতে সরব সিঙ্গুরের (Singur) কৃষকদের একাংশের।


চাষযোগ্য জমি ফেরতের দাবি: সিঙ্গুরেই একদিন ডালপালা মেলেছিল শিল্পের স্বপ্ন। একটু একটু করে গড়ে উঠেছিল কারখানার দেওয়াল, ছাদ। কিন্তু, সেই পর্যন্তই। সিঙ্গুরের কপালে আর শিল্পের শিকে ছেঁড়েনি। না হয়েছে শিল্প, না ফিরছে সেই শস্য় শ্য়ামলা জমি। সিঙ্গুরের জমি ফেরত নিয়ে গতকালই রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট


সম্প্রতি, সিঙ্গুরে চাষিদের জমি ফেরত চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করে, ভারতীয় শান্তি দল নামে একটি সংগঠন। আবেদনকারীদের দাবি, শুধু জমি ফেরত দিলেই হবে না, আগের অবস্থায় জমি ফেরত দিতে হবে। এর আগে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের দাবি, রাজ্যের কাছে বহুবার আবেদন জানিয়েও সাড়া মেলেনি। আদালতের নির্দেশে না জমি ফেরত পেয়েছেন জমিদাতারা। না হয়েছে শিল্প। না হচ্ছে আগের মতো চাষাবাদ। সিঙ্গুর সমস্যার সমাধান কবে? উঠছে সেই প্রশ্ন।


সিঙ্গুরের কৃষক মহাদেব দাসের কথায়, “জমি চাষের উপযুক্ত নয়। জমির মাপও নেই কিছু। বলেছিল চাষযোগ্য় করার সবরকম প্রয়াস হবে। ৫ বছরে যা সমসয়ার সমাধান করে দেওয়া হবে। কোনও সমাধান তো হয়নি। স্ট্রাকচারই সরানো হয়নি এখনও। ৬ থেকে ৭০০ একর জমি চাষের অযোগ্য় হয়ে রয়েছে। আমি তৃণমূল করি, বারবার জানিয়েছি। আজও হয়নি। ২ হাজার টাকা, ১৬ কিলো করে চাল দিয়ে চাষিদের মুখ বন্ধ করা হয়েছে। দিদিমণি আন্দোলনের সময় আমাদের গুরুত্ব দিয়েছিলেন। এখন আর দেয় না।’’ আরেক কৃষক শক্তিপদ মুখোপাধ্য়ায় বলেন, “কোর্ট ঠিক বলেছে। এই জমি গুলো তো বিশাল আকারে পরে। এতে কাজ হয় না। রাজ্য সরকারের উচিত তাড়াতাড়ি ঠিক করে দিতে। চাষীরা কাজ করতে পারে। বেনা বন, সাপ খোপের আড্ডা হয়েছে। পাথর, মোড়াম পরে। সেখানে কী করে চাষ হবে। সরকারকে অনেক বলেছি। কোথায় সরকার। কোনও পাত্তাই নেই। সরকার ডাহা মিথ্য়ে বলেছে। ’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: SBI Clerk Prelims 2024: ক্লার্ক পদে নিয়োগ করছে SBI, পরীক্ষা দিতে যাওয়ার আগে মনে রাখবেন কী কী?