সুনীত হালদার, হাওড়া: আনিস খান (Anish Khan) আর নেই। আমতায় (Amta) তাঁকে ছাড়াই, তাঁর পাড়াতে হল রক্তদান শিবির (blood donation camp)। আনিসের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতেও সরব হলেন উদ্যোক্তারা। গত বছর রক্তদান শিবিরে বাধা দেওয়ার অভিযোগ ফের অস্বীকার করল তৃণমূল। অন্যদিকে সিটের (SIT) তদন্তের বিরুদ্ধে পথে নামল সিপিএম।


আনিসকে ছাড়াই রক্তদান শিবিরের আয়োজন


হওয়ার কথা ছিল গত বছর ২২ মে। সে বার হয়নি। হল এ বার। কিন্তু গত বছর এই রক্তদান শিবিরের যিনি মূল উদ্যোক্তা ছিলেন, আজ তিনি নেই। আনিস খানকে ছাড়াই, রক্তদান শিবির হল তাঁর পাড়ায়। 


কর্মসূচির ব্যানারে ছিল আনিসের ছবি। নিহত আনিসের দাদা সাবির খানের কথায়, 'এই রক্তদান শিবির গতবার করতে চেয়েছিল, পারেনি। তৃণমূল করতে দেয়নি। এবার করলাম। আমরা আনিসের হত্যার কোর্টের নজরদারিতে সিবিআই চাই। এখনও কোনও বিচার পাইনি, তাই চাই তদন্ত সঠিকপথে হোক।'


কী হয়েছিল গত বছর? কী দাবি পরিবারের?


গত বছর ২২ মে, এদিনের মতোই রক্তদান শিবিরের আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন আনিস। কিন্তু তৃণমূল পরিচালিত কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তাঁর অনুগামীরা হুমকি দিয়ে রক্তদান শিবির করতে দেননি বলে, থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন তিনি। 


যদিও সেই অভিযোগ আজও মানতে নারাজ তৃণমূল। তৃণমূল কংগ্রেস, হাওড়া গ্রামীণ বিধায়ক ও কোঅর্ডিনেটর সমীর পাঁজা বলতেন, 'যে স্কুলে ক্যাম্প করার চেষ্টা করেছিলেন, ওরা অনুমতি দেয়নি। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। মিথ্যা অভিযোগ।'


গত ১৮ ফেব্রুয়ারি রাতে অস্বাভাবিক মৃত্যু হয় আনিস খানের। পুলিশের বিরুদ্ধে ওঠে খুনের অভিযোগ। তদন্তে নেমে, কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম।


আরও পড়ুন: Arjun Singh: বাবার পিছু পিছু তৃণমূলে ফিরছেন পবনও! ছেলেকে নিয়ে যা বললেন অর্জুন


এদিন আমতায় বিভিন্ন ইস্যুর পাশাপাশি সিটের তদন্তের বিরুদ্ধেও পথে নামে সিপিএম। আনিসের পাড়া থেকে বাইনান গ্যারেজ মোড় পর্যন্ত মিছিল করে তারা। 


আনিস যেমন চেয়েছিলেন, সেই মতোই এদিন আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। রক্ত দিলেন অনেকেই। কিন্তু দেখে যেতে পারলেন না আনিস।