সুনীত হালদার, হাওড়া: কেন্দ্রীয় সরকার (Central Govenment) পরিচালিত হাওড়ার দাশনগরের (Howrah Dasnagar) আরতি কটন মিল বাঁচাতে পথে নামল তৃণমূল (TMC) ও বাম-কংগ্রেস (CPM-Congress) শ্রমিক সংগঠন।


শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে একসঙ্গে আন্দোলনে বাম-তৃণমূল-কংগ্রেস। একমঞ্চে শুরু হল আন্দোলন। রাজ্য রাজনীতিতে বিরল ঘটনা দেখা গেল হাওড়ার দাশনগরে। ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন (National Textile) পরিচালিত দাশনগরের আরতি কটন মিলে।


প্রায় ৪৫০ জন শ্রমিক ঠিকাদারের অধীনে কাজ করেন। অভিযোগ, করোনা আবহে তাঁরা ঠিকমতো কাজ পাচ্ছেন না। শ্রমিকদের স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিতে বুধবার থেকে ধর্না মঞ্চে বেধে শুরু হয় আন্দোলন। 


বিক্ষোভে উপস্থিত ছিলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি, সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর নেতারা। সব দলই মিলের এই পরিস্থিতির জন্য বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। 


হাওড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিজেপি আসার পর থেকে ভারতবর্ষ বিক্রি হয়ে যাচ্ছে।  সবাই এক হয়ে লড়াইয়ে নেমেছি। লড়াই বিজেপির বিরুদ্ধে।


আইএনটিইউসির রাজ্য সভাপতি মহম্মদ কামরুজ্জামানের কথায়, আমাদের যৌথ মঞ্চ হয়েছে এনটিসি নিয়ে। মিলের দরজা খুলে রেখেছে, উৎপাদন হচ্ছে না। অর্ধেক মাইনে দিচ্ছে।


মিলের এই পরিস্থিতির জন্য কেন্দ্রের উদাসীনতা দায়ি করেছেন শ্রমিক নেতারা। হাওড়ার  ফরওয়ার্ড ব্লক নেতা জগন্নাথ ভট্টাচার্য জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে আছে তারপরও কেন অস্থায়ী। বিজেপি সরকার আসার পর থেকে চাইছে মিল বন্ধ করে দিতে। কেন্দ্রীয় স্কেলে মাইনে দিতে হবে। যদিও বিজেপির অভিযোগ, আন্দোলনের নামে রাজনীতি করছে বিরোধীরা


হাওড়া সদরের বিজেপি আহ্বায়ক মণিমোহন ভট্টাচার্যের কথায়, আপ্রাণ চেষ্টা চলছে এই সংস্থাগুলিকে বাঁচানোর। মিল নিয়ে যে সমস্যা হয়েছে বিজেপি শ্রমিক স্বার্থে পাশে আছে। শিল্পের মধ্যে রাজনীতি যেন না হয়।


সব মিলিয়ে শ্রমিক স্বার্থে এবার হাওড়ায় একমঞ্চে দেখা গেল বাম-তৃণমূল ও কংগ্রেসকে। হাতে-হাতে মিলিয়ে শুরু হল আন্দোলন।