সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: চুঁচুড়ায় অসহায় অন্তঃসত্ত্বাকে উদ্ধার করল পুলিশ। পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনীর বাসিন্দা বছর ২৫এর অন্তঃসত্ত্বা তুহিনা পারভীনের সোমবার রাতে প্রসব যন্ত্রণা ওঠায় পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেইমতো ডাকা হয় একটি প্রাইভেট গাড়ি। গাড়িতে তুলে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে রওনা দেয় পরিবারের লোকজন। বারবার বন্ধ হয়ে যাচ্ছিল চার চাকা গাড়িটি। কী করে মেয়েকে হাসপাতালে পৌঁছাবে, তা বুঝে উঠতে পারছিলেন না পরিবারের লোকজন। ত্রাতা হয়ে অন্তঃসত্ত্বা মহিলার সামনে হাজির হয় পুলিশ (Police)।


 অসহায় অন্তঃসত্ত্বাকে উদ্ধার


চুঁচুড়া তিন নম্বর গেটের কাছে এসে পুরোপুরি বন্ধ হয়ে যায়  গাড়িটি। সেই সময় ওই রাস্তায় পুজো দেখার ভিড়। চন্দননগর পুলিশের উইনার্স বাহিনী সেখানে কর্তব্যে ছিল। এদিকে পুজো মন্ডপে প্রতিমা দর্শনের জন্য রাস্তায় ভিড় নিয়ন্ত্রণ করছিলেন মহিলা পুলিশ কর্মীরা।হঠাৎই গাড়ি বিকল হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয় অন্তঃসত্ত্বা মহিলা ও তার পরিবারকে। চলে আসেন উইনার্স বাহিনীর ইন্সপেক্টর বর্ণালী গাঙ্গুলি ও তার টিম। সেই সময় ওই রাস্তা দিয়েই ব্যান্ডেল ফাঁড়ির ওসি অতনু মাঝি টহল দিচ্ছিলেন। তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার নিজের চারচাকা গাড়িতে করে অন্তঃসত্ত্বা মহিলাকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখানে ভর্তি করা হয়।


 প্রশংসায় পঞ্চমুখ চন্দননগর পুলিশ কমিশনার 


অন্তঃসত্ত্বা মহিলার বাবা কাওসার আলি জানান, মেয়েকে গাড়িতে নিয়ে আসার সময় বারবার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল ব্যান্ডেল রেল ব্রিজের নিচ দিয়ে আসার সময়ও বন্ধ হয়ে গিয়েছিল।তারপর কিছুটা আসার পর আবারও খারাপ হয়ে যায়।সেখানেই প্রশাসনের আধিকারিকরা সঙ্গে সঙ্গে সাহায্য করতে এগিয়ে আসেন। তাঁদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। দুর্গা পুজোয় গত কয়েক রাত ঘুম হয়নি। তাও কর্তব্যে অবিচল পুলিশ কর্মীরা। এই ভালো কাজের জন্য  চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি উইনার্স টিমের সদস্যদের এবং ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জের প্রশংসা করেন।


আরও পড়ুন, দশমীতে পেট্রোলের দরে হেরফের, কী দাম কলকাতায় ?


প্রসঙ্গত, রাজ্যের এর আগে একাধিকবার অন্তঃসত্ত্বা মহিলার প্রসব যন্ত্রনা ওঠার সঠিক সময়ে হাসপাতালে না পৌঁছানোর ঘটনার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এমনিতেই পুজোর সময় বাড়তি ভীড় অসুবিধার সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই যারা অসুস্থ থাকেন, তাঁদের বাড়তি চিন্তা থাকে। তবে এবার সেই সমস্যা তৈরি হওয়ার আগেই সাহায্যের হাত এগিয়ে দিল পুলিশ।