সুনীত হালদার, জগৎবল্লভপুর: এবার হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে (Primary School) লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ। অভিযুক্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতি। প্রাক্তন সভাপতির সময়ে দুর্নীতি হয়েছে। দাবি বর্তমানের। প্রতিক্রিয়া মেলেনি প্রধান শিক্ষকের।তদন্ত কমিটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন, জেলা স্কুল ইন্সপেক্টর।


টাকা নয়ছয়ের অভিযোগ: স্কুলের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য এখন তোলপাড়। তার মধ্যেই এবার হাওড়ার জগৎবল্লভপুরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ উঠল প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে।বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালার গেটের সামনে পড়ল এমন পোস্টার। যেখানে লেখা, “স্কুলের সরকারি টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার হল কেন? প্রধান শিক্ষক ও সভাপতি জবাব দাও।’’


স্কুলের সামনে বিক্ষোভ: তদন্ত চেয়ে শুক্রবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের একাংশ। বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালার প্রাক্তন ছাত্র সন্দীপ মাল বলেন, “বড় আর্থিক কেলেঙ্কারি হয়েছে। টাকা লুঠপাট করছে। মিড ডে মিলের টাকাও লুঠ। তাই বিক্ষোভ।’’ আর্থিক তছরুপের কথা স্বীকার করে নিয়েছেন স্কুল পরিচালন সমিতির বর্তমান সভাপতিও।তবে তিনি দায় ঠেলেছেন পরিচালন সমিতির প্রাক্তন সভাপতির দিকে।


স্কুল পরিচালন কমিটির বর্তমান সভাপতি সাজ্জাত হোসেন মল্লিকের কথায়, “প্রাক্তন সভাপতির সময়ে হয়েছে। ২০-২৫ লাখ টাকা দুর্নীতি হয়েছে। হিসেব মিলছে না। ইউনিয়ন ফান্ডের হিসেব পাওয়া যাচ্ছে না। বিডিও, ডিআই সর্বত্র চিঠি লিখেছি।’’অভিযোগ উড়িয়ে, পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি আবার আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। প্রাক্তন সভাপতি শ্রীকুমারজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, “স্থানীয় এমএলএ এর জন্য দায়ী। উনি পুরো ব্যাপারটা জানেন। উনি আমাকে অন্য স্কুলে সরিয়েছেন। স্কুল কমিটিতে টাকা আসে না। পঞ্চায়েত সমিতিতে টাকা আসে। রাজনীতির শিকার আমি।’’ যদিও, জগত্‍বল্লভপুরের তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের বক্তব্য, “পরিচালন সমিতির সভাপতি কে হবে, তা সরকার ঠিক করে। এতে আমার কোনও হাত নেই। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’’ হাওড়ার জেলা স্কুল ইন্সপেক্টর অজয়কুমার পাল বলেন, “তদন্ত কমিটি তৈরি হয়েছে। রিপোর্ট জমা দিতে বলেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’’ তছরুপের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষককে ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি।


আরও পড়ুন: West Bengal Weather : অতি গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগ, ফুলে ফেঁপে উঠছে সাগর-নদী