সুনীত হালদার, হাওড়া: রবিবার সকালে হাওড়া কোর্ট চত্ত্বর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল হাওড়া থানার পুলিশ। মৃতের নাম শিবু পাল (৫৫)। সে কয়েক বছর আগেও হাওড়া কোর্টে মুহুরীর কাজ করত। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই ব্যক্তি আত্মহত্যা করেছে। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পা মাটিতে ঠেকে ছিল। হাওড়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
কিছুদিন আগে অফিসের বাথরুম থেকে উদ্ধার হয়েছিল কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১নং পঞ্চায়েত সমিতিতে। খুন নাকি আত্মহত্যা? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাঁথি থানা। দীর্ঘক্ষণ পঞ্চায়েত সমিতির অফিসের বাথরুমের দরজা বন্ধ থাকায় সন্দেহ! ধাক্কাধাক্কির পরেও ভিতর থেকে সাড়াশব্দ না পেয়ে ভাঙা হল দরজা। দরজা ভাঙার পর দেখা গেল বাথরুমের সিলিং থেকে ঝুলছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দে। কাঁথি ১ নং পঞ্চায়েত সমিতি অফিসে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অস্বাভাবিক মৃত্যুতে ছড়াল রহস্য। আত্মহত্যা নাকি খুন? মৃত্যুর কারণ সম্পর্কে রয়েছে ধোঁয়াশা।
মৃত্যুর পিছনে রহস্য আছে এই দাবি করে, মহকুমাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখানে সরকারি কর্মীদের একাংশ। কাঁথির মহকুমাশ শাসক আদিত্যমোহন বিক্রম হিরানির কথায়, বছর বাহান্নর ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নাম তরুণ পতি। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, অফিসে এসে রোজকার মতোই স্বাভাবিক ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
তার আগে কিছুদিন আগে পুলিশ ব্যারাকের মধ্যে উদ্ধার হল এসআইয়ের ঝুলন্ত দেহ। মৃত সঞ্জয় চৌধুরী কেশপুর থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পুরুলিয়ায়। ব্যারাকের মধ্যে এই পুলিশ অফিসারকে ঝুলন্ত অবস্থায় দেখেন সহকর্মীরা। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। সেদিনই সকালে কম্বল জড়ানো মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় হুগলির পোলবায়। ঘটনাটি ঘটে পোলবারজারুরা দিল্লি রোডের পাশে। স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে কম্বল জড়ানো মৃতদেহটি দেখতে পেয়ে পোলবা থানায় খবর দেয়। ঘটনাস্থলে আসে পোলবা থানার পুলিশ। মৃতদেহ দিয়ে পচন ধরেছে ও দুর্গন্ধ ছড়ায়। দেহ শনাক্ত করতে অসুবিধায় পড়েছে পুলিশ।