কলকাতা: ববিতা সরকারের পর এবার প্রিয়ঙ্কা সাউ (Priyanka Shaw)। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে ফের দুর্নীতির অভিযোগ। কম নম্বর পেয়ে নিয়োগপত্র, অথচ বেশি নম্বর পেয়েও চাকরি না পাওয়ার অভিযোগ। হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ প্রিয়ঙ্কা সাউ। প্রিয়ঙ্কার নথি পুনরায় খতিয়ে দেখার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবারের মধ্যে আদালতকে জানাতে হবে কমিশনের সিদ্ধান্ত।
ববিতার লড়াই: প্রথম কুড়ির মধ্যে নাম দেখে চোখেমুখে প্রশান্তি নিয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু সেই শেষ, গত পাঁচ বছরে এক মুহূর্তও শান্তিতে তিষ্ঠোতে পারেননি ববিতা সরকার। অন্য সময় হলে হয়ত, একধাপ পিছনো নিয়ে মাথা ঘামাতেন না তিনি। কিন্তু যে স্কুলের চাকরি পেতে দিনরাত এক করে ফেলেছেন, হাজারও কাজ সামলে চালিয়ে গিয়েছেন, মন্ত্রবলে এক নিমেষে সব ওলটপালট হয়ে যাবে, তা মেনে নিতে পারেননি ববিতা। তাই সামনের জন কতটা প্রভাব-প্রতিপত্তিশালী, তা না ভেবেই নিজের অধিকার আদায়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁর সেই একরোখা মনোভাবেই আজ এসএসসি দুর্নীতি মামলায় কাঠগড়ায় স্বয়ং রাজ্যের শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary)। প্রভাব খাটিয়ে নিজের কম নম্বর পাওয়া মেয়েকে তিনি চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। তার জেরে বিচারপতি তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ করেছে। মঙ্গলবার এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সমুন অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন ববিতা (West Bengal Jobs)।
দীর্ঘ পাঁচ বছরের লড়াই: ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) পরীক্ষা হয়েছিল (SSC Recruitment Scam)। ২০১৭ সালের ২ মে সেই পরীক্ষার ফল বেরোয়। অভিযোগ, SSC-র প্রথম তালিকায় অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari) নামই ছিল না। ২০ নম্বরে নাম ছিল ববিতার (Babita Sarkar)। এর পর যখন নতুন করে মেধাতালিকা প্রকাশ করা হয় এসএসসি-র (SSC) তরফে, তাতে নিজের নাম ২১ নম্বরে দেখতে পান ববিতা। প্রথমে অতশত মাথাতেই আসেনি তাঁর। বরং একধাপ নেমে গেলেন কী ভাবে, সেই প্রশ্নই তাড়িয়ে বেড়াচ্ছিল। তাতেই মাথা ঠান্ডা করে ফের তালিকায় চোখ বোলাতে শুরু করেন। তাতেই চোখে পড়ে এক নম্বরে জ্বলজ্বল করছে অঙ্কিতা অধিকারীর, আগে যাঁর নাম প্রথম ২০-র মধ্যেই ছিল না। সেই থেকে শুরু হয় দৌড়ঝাঁপ। দীর্ঘ আইনি লড়াই-এর পর অবশেষে চাকরিতে যোগ দেন ববিতা।
আরও পড়ুন: Primary TET: এবছরই রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট, কবে পরীক্ষা?