সন্দীপ সরকার, কলকাতা : IMA-র কলকাতা শাখার নির্বাচনে, সভাপতি পদে নির্মল মাজির বিরুদ্ধে মনোনয়ন দিলেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য (Prashanta Bhattacharya)। প্রতিদ্বন্দ্বীকে 'বেইমান', 'গদ্দার' বলে কটাক্ষ করলেন নির্মল মাজি (Nirmal Majhi)। তিন বারের বেশি কারও সভাপতি থাকা ঠিক নয়। পাল্টা বললেন তৃণমূল নেতার প্রতিদ্বন্দ্বী।


জেলায় জেলায় বিক্ষোভ। নেতাদের মধ্যে বাগযুদ্ধ। পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে যখন তৃণমূলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে, তখন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা IMA-এর কলকাতা শাখার নির্বাচনেও সামনে চলে এল শাসকদলের দ্বন্দ্ব। সভাপতি পদে তৃণমূলের চিকিৎসক-নেতা নির্মল মাজির বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেন, তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য।


আইএমএ-র কলকাতা শাখার সভাপতি পদে প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য বলেন, আমি কংগ্রেস করেছি। তারপরে তৃণমূলের রাজনীতি করেছি। বিপরীতে যেই থাকুক না কেন, আমার মনে হয়েছে ভোটে লড়ার।


অন্যদিকে তৃণমূল বিধায়ক ও আইএমএ-র কলকাতা শাখার সভাপতি পদপ্রার্থী নির্মল মাজি বলেন, যিনি প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন, তাঁর বিরুদ্ধে ফৌজদারি ও সাইবার ক্রাইমে মামলা চলছে। সেই কারণে তো তাঁকে আমরা প্রার্থী করিনি। শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।


২০১৬ সালে শেষবার IMA-র কলকাতা শাখায় নির্বাচন হয়েছিল। ২ বছর অন্তর ভোট হওয়ার কথা থাকলেও, তা হয়নি। প্রতিবার সভাপতি পদে মনোনীত হয়েছেন নির্মল মাজি। এবার সেই পদেই একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায় ভোট হবে। যে প্রশান্ত ভট্টাচার্য সভাপতি পদে মনোনয়ন দিয়েছেন, তিনি বর্তমানে IMA-কলকাতা শাখার সহ সভাপতি। কেপিসি মেডিক্যাল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান। উল্লেখযোগ্য বিষয় হল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল এবং ‘ডক্টর অন হুইল’ কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 


তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও IMA-র রাজ্য সম্পাদক শান্তনু সেনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত প্রশান্ত ভট্টাচার্য। সূত্রের দাবি, সভাপতি পদে তাঁকে দাঁড়াতে বারণ করেছিলেন নির্মল মাজি। পরিবর্তে ফের সহ সভাপতির পদের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করতে বলেন। কিন্তু তা মানতে চাননি প্রশান্ত। 


প্রশান্ত ভট্টাচার্য বলেন, আমি মনে করেছি, এইবার সভাপতি পদের জন্য আমি উপযুক্ত। একটা প্রতিষ্ঠানে ৩টে টার্ম প্রেসিডেন্ট ছিলেন, তারপরেও আরও যদি কেউ প্রেসিডেন্ট থাকতে চান, সেখানে তাঁর দাঁড়ানো উচিত নয়।


যদিও নির্মল মাজির বক্তব্য, বিধানচন্দ্র রায় থেকে নীলরতন সরকার, দীর্ঘদিন IMA-র কলকাতা শাখার সভাপতি ছিলেন। শান্তনু সেনও ১০ বছর সেক্রেটারি ছিলেন। নিজের চেম্বারে রোগীর শ্লীলতাহানির অভিযোগ ওনার বিরুদ্ধে, ২ দিন কাস্টাডিতে ছিলেন, ছাড়িয়ে এনেছিলাম। এই কারণে তাঁর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছিল, তাই প্রার্থী করা হয়নি। বেইমান, গদ্দার। 


IMA-র কলকাতা শাখায় সভাপতি পদ ছাড়াও, সহ সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহকারী সম্পাদক, এগজিকিউটিভ কমিটির সদস্য পদে ভোট হবে । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ও ফল ঘোষণা হবে ৫ মার্চ।