কলকাতা: আগামী ১১ তারিখ থেকে কলকাতা সহ বাংলার সমস্ত জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের (Rain with storm alert) সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে তাপপ্রবাহের (heat wave) হাত থেকে মুক্তি পাওয়া যাবে বলেও সোমবার জানা গেল আবহাওয়া দফতর (IMD) সূত্রে। তাপমাত্রাও গত কয়েকদিনের থেকে কম থাকবে বলে জানিয়েছে।
গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে অস্বস্তিতে ছিলেন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার মানুষ। উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবেশি বৃষ্টি স্বস্তির পরিবেশ তৈরি করলেও কপাল পুড়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষদের। ৫ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলছিল পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কলকাতায় ৩৮ ডিগ্রি আর পুরুলিয়াতে ৪১ ডিগ্রি হয়ে গেছিল তাপমাত্রা। তবে ৬ তারিখ থেকে সেই আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে। সোমবার সকালে বৃষ্টি না হলেও আকাশের মুখ ভার দেখে অনেকেই স্বস্তি পেয়েছিলেন। পরে আবহাওয়া দফতরের পূর্বাভাস তা আরও কিছুটা বাড়িয়ে দিল।
তাদের তরফে জানানো হয়েছে, ৯ তারিখ অর্থাৎ আগামীকাল মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বিচ্ছিন্নভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরের তিন জেলাতেও দেওয়া হয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ১০ তারিখ অর্থাৎ বুধবার উত্তরের চার জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা।
১১ তারিখ কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা সোমবার জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামীকাল থেকে বাতাসে আর্দ্রতা কম থাকায় অস্বস্তিও কম হবে বলে তারা জানিয়েছে। তবে ১২ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি নাও হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল উত্তর-পশ্চিম হাওয়া যা বিহার হয়ে বঙ্গে ঢুকছে তার জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। যার ফলে গরম লাগলেও ঘাম হচ্ছে না খোদ শহর কলকাতাতে। যা এতদিন সেভাবে দেখা যেত না। পাশাপাশি বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন তৈরি হলে এই পরিবেশ থেকে মুক্তি পাওয়া যাবে বলেও জানানো হয়েছিল। তাদের সেই কথাই মিলে গেল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।