সুনীত হালদার, হাওড়া: বাড়িতে ঢুকে গৃহকর্তাকে গুলি করে লক্ষাধিক টাকার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিল ডাকাতের দল। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের গুড়েপুলে। সূত্রের খবর, গতকাল রাতে একটি বাড়িতে হানা দেয় একদল ডাকাত। ক্রমাগত ডাকাতের দল দরজায় লাথি মারতে থাকে। এরপর দরজা খুললে বাড়িতে ঢুকে আলমারির চাবি খুলে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতে দল। সেই সময়ই তিন রাউন্ড গুলি চালায় ডাকাতের দল।
ঘটনাটি ঠিক কী হয়েছে?
তখনই একটি গুলি বাড়ির গৃহকর্তা সুকুমার গায়েনের পায়ের ওপরের অংশে লাগে। পরিবারের লোকজন রাতে উদ্ধার করে প্রথমে শ্যামপুরে রাধাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এই মুহূর্তে উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত সেই ব্যক্তি। গুলি শরীরে আছে কিনা তা এখনও জানা যায়নি। এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতায় ডাকাতির ঘটনা সামনে এসেছিল
এদিকে, কিছুদিন আগে শহর কলকাতায় এক অদ্ভুত ডাকাতির খবর প্রকাশ্যে এসেছিল। ডাকাতির (Beleghata Dacoity) তদন্তে নেমে সরষের মধ্যেই ভূত খুঁজে পেল পুলিশ (Kolkata News)। মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতদল টাকা-সোনা চুরি করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছিলেন বেলেঘাটা নিবাসী এক মহিলা। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ করেন। তদন্তে নেমে ডাকাতি কাণ্ডের সর্দার হিসেবে তাঁরই স্বামীকে গ্রেফতার করল পুলিশ। স্ত্রীর কাছে প্রচুর টাকা রয়েছে ভেবে তিনিই ভাড়াটে গুন্ডা লাগিয়ে ডাকাতির ছক ফাঁদেন বলে জানতে পেরেছে পুলিশ।
পশ্চিম বর্ধমানে তৃণমূল নেতার বাড়িতে ডাকাতি হয়েছিল
পশ্চিম বর্ধমানের (west burdwan) জামুড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছিল কিছুদিন আগে। জামুড়িয়া ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুকুমার ভট্টাচার্যের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ। কিন্তু কারা এই কাণ্ডের সঙ্গে জড়িয়ে তার কোনও হদিশ এখনও পাওয়া যায়। পুলিশ অভিযুক্তদের খুঁজছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ৩টে নাগাদ তাঁর অন্ডালের বাড়িতে ৫-৬ জন সশস্ত্র দুষ্কৃতী জানলা ভেঙে ঢোকে। সে সময় বাড়িতে ছিলেন তৃণমূল নেতার স্ত্রী ও ছেলে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা ও সোনার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।