কলকাতা: কলকাতায় ইডেনে আইপিএল টি ২০ এর প্রাক্কালে সুখবর দিল পূর্ব রেলওয়ে। ইডেন গার্ডেন্সে আইপিএল টি ২০ ম্যাচগুলির রাতে অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন থাকবে, বলে ঘোষণা পূর্ব রেলের।
ইডেন গার্ডেন্সে আইপিএল টি ২০ (দিন ও রাতের) ক্রিকেট ম্যাচের দর্শকদের প্রত্যাশিত ভিড় সামাল দিতে ২২/২৩.০৩.২০২৫ এবং ২৩/২৪ .০৫.২০২৫ এবং ২৫/২৬.০৫.২০২৫ তারিখে মধ্যবর্তী রাতে দুটি ইএমইউ স্পেশাল ট্রেন প্রিন্সেপঘাট ও বারাসাত এবং বিবাদীবাগ ও বারুইপুরের মধ্যে নিম্নোক্ত সময়সূচি অনুসারে চালানো হবে।