অরিন্দম সেন, বীরপাড়া: মাদারিহাট ব্লকের রামঝরা এলাকায় ফের দাতাল হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটে সোমবার রাত প্রায় ৯টা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, রামঝরা ফ্যাক্টরি লাইন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতার নাম পিঙ্কি ঝা। তাঁর বয়স হয়েছিল ৩৫। তিনি ছিলেন রামঝরা চা বাগানের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন পিঙ্কি ঝা ও রেনু ঝা। সেই সময় আচমকাই একটি বুনো হাতি এসে দু’জনের উপর আক্রমণ চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিঙ্কি ঝা-র। গুরুতর জখম রেনু ঝা-কে দ্রুত বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Continues below advertisement

স্থানীয়দের অভিযোগ, গত দু'মাস ধরে রামঝরা-সহ মাদারিহাট ব্লকের বিভিন্ন এলাকায় হাতির উপদ্রব ব্যাপক হারে বেড়ে গিয়েছে। এই সময়ে হাতির আক্রমণে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে দাবি তাঁদের। বনকর্মীদের নিয়মিত টহল ও নজরদারির অভাবে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।এদিকে বন দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী মৃতার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে বন দফতর সূত্রে।

কিছুদিন আগে আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাট এলাকায় হাতির হানায় মৃত্যু হয়েছিল এক শিশু ও মহিলা সহ তিন জনের। তার আগের সন্ধেবেলা মাদারিহাটের মধ্য ছেকামারী এলাকায় হাতির হানায় মৃত্যু হয় কাদের আলি নামে এক ব্যাক্তির। বাজার করে ফেরার পথে তাঁর উপর হাতির হামলা হয়। গুরুতর জখম অবস্থায় মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। অন্যদিকে মাদারিহাটের মধ্য খয়েরবাড়ি এলাকায় হাতির হামলায় মৃত্যু হয় এক মহিলা ও তাঁর দেড় বছরের শিশু কন্যার। গত কয়েকদিন ধরে সন্ধে নামলেই মাদারিহাট হাতি হামলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। 

Continues below advertisement

গভীর রাতে মধ্য খয়েরবাড়ি এলাকায় বাড়ির উঠোনে দেড় বছরের কন্যা সন্তান লক্ষী মুন্ডাকে কোলে নিয়ে বাড়ির অন্যদের সঙ্গে গল্প করছিলেন তাঁর মা সোনিয়া মুন্ডা। সেই সময় আচমকাই হাতি এসে যায় তাঁদের সামনে। হাতিটি মা ও শিশুকে শুঁড় দিয়ে পেঁচিয়ে তুলে নিয়ে গিয়ে বাড়ির বাইরে আছড়ে ফেলে। এই ঘটনায় মৃত্যু হয়েছে সোনিয়া এবং তাঁর ছোট্ট মেয়ে লক্ষ্মীর। হাতির হানায় পরপর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।