সন্দীপ সরকার ও পূর্ণেন্দু সিংহ, কলকাতা: প্রবল গরম! তা বলে কি জামাই আদরে খামতি রাখা যায়? আজ জামাইষষ্ঠী বলে কথা। আর এমন দিনে স্বাভাবিকভাবেই আগুন বাজারদর। চড়চড়িয়ে বাড়ছে মাছ ও ফলের দাম। কী বলছে বাজার দর?


আগুন বাজার দর, বাড়ল মাছ ও ফলের দাম


মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। এর মধ্যেই আজ বাংলার ঘরে ঘরে জামাইষষ্ঠীর আয়োজন। লোভনীয় পদ সাজিয়ে জামাই আদরের তোড়জোড় শুরু হয়েছে সকাল থেকেই। এমন দিনে মাছ আর ফলের দাম অনেকটাই বেড়েছে বলে দাবি ক্রেতাদের।


কোথায় কত দাম ফল ও মাছের? জামের দাম কেজি প্রতি ৩০০ টাকা, লিচুর দাম ১৮০ টাকা আর হিমসাগর আমের এক কেজির দাম পড়ছে ১০০ টাকা। জামাইষষ্ঠীর বাজারে মাছের রাজা ইলিশের দাম হাজার পার করে ফেলেছে। ৭০০ গ্রামের দাম ১১০০ টাকা, এক কেজির দাম ১৪০০ টাকা আর এক কেজির বেশি ইলিশের দাম পড়ছে ১৯০০ টাকা। ভেটকি সাড়ে ৭০০ টাকা, গলদা চিংড়ির দাম প্রায় ৫০০ থেকে ১২০০ টাকা, বাগদা চিংড়ির দাম ৪০০ থেকে ৮০০ টাকা, চিতল মাছের দাম ৮০০ টাকা এবং পমফ্রেট বিক্রি হচ্ছে ৭০০ থেকে সাড়ে ৮০০ টাকায়। ট্যাংরা মাছের দাম কেজি প্রতি প্রায় ৭০০ টাকা। 


আগুন দাম বাঁকুড়ার বাজারেও


জামাইষষ্ঠীর সকালে আগুন বাজারদর। হাত ছোঁয়ালেই ছ্যাঁকা বাঁকুড়াতেও। এদিন মাছ, মাংস থেকে ফলমূল সবকিছুর দামই বেশ চড়া, ফলে শ্বশুরের পকেট যে বেশ ভালই খালি হবে তা বলাই বাহুল্য! বাঁকুড়া শহরের চক বাজারে এদিন কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাতা প্রতি কেজি, রুই বিকোচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়, পাবদার দাম ৬০০ টাকা, পার্শে মাছের দাম কেজি প্রতি ৪০০ টাকা, ইলিশ প্রায় দু'হাজার টাকার ওপরে। অন্যদিকে বাগদা চিংড়ি ৪০০, গলদা চিংড়ি ৭০০, পমফ্রেট ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


অন্যান্য দিনের তুলনায় মাছের দাম এদিন একটু বেশিই আছে, বলে বিক্রেতারা জানিয়েছেন। অন্য দিকে ফলের দামও আকাশছোঁয়া। এদিন হিমসাগর আম ১০০ টাকা, ল্যাংড়া ১২০ টাকা, লিচু ১৫০ টাকা, আপেল ২৫০ টাকা, আঙুর ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


আরও পড়ুন: West Bengal Weather Update: উত্তরে তুমুল বৃষ্টি, দক্ষিণে তাপপ্রবাহের সতর্কতা! স্বস্তির বৃষ্টি শুরু কবে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।