কলকাতা: ছাত্রমৃত্যুর পর দায় কার? আজ ফের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কোর্টের জরুরি বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল। বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাজভবনে তলব। রাজ্যপাল রাজভবনে বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক ডাকতে পারেন না, দাবি তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রর। আচার্য তথা রাজ্যপালের সিদ্ধান্তে কোনও ভুল নেই, পাল্টা দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন রাজ্যপাল। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। ইউজিসির নির্দেশিকা মেনে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে নবাগতদের সুরক্ষাতেও জোর দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
কেন ঘটছে এমন ঘটনা? পড়ুয়াদের মধ্যে র্যাগিং করার মানসিকাতা কেন তৈরি হচ্ছে? র্যাগিং রুখতে কী ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় ডিন-সহ অ্যান্টি র্যাগিং সেলের সদস্যদের নিয়ে রাজভবনে জরুরি বৈঠকে একথা আগেই জানতে চেয়েছিলেন আচার্য রাজ্যপাল। বৈঠকে ছিলেন ২ জন মনোবিদও।
বৃহস্পতিবার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন পরিবারকে। এরপর শুক্রবার ঘটনাস্থল ঘুরে দেখে রাজভনে বৈঠক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। বৃহস্পতিবার সন্ধেয় সন্তানহারা বাবাকে ফোন করে দুঃখপ্রকাশ করেন আচার্য ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস! পরে আচার্য পৌঁছে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে। কথা বলেন স্বপ্নদীপের পরিবার এবং হস্টেলের আবাসিকদের সঙ্গে। অন্যদিকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ১১ সদস্যের তদন্ত কমিটি ও অ্যান্টি র্যাগিং সেল।
এ দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিন-সহ অ্যান্টি র্যাগিং সেলের সদস্যদের নিয়ে রাজভবনে জরুরি বৈঠক করেন আচার্য রাজ্যপাল। সূত্রের খবর, ২ ঘণ্টার বৈঠকে আচার্য জানতে চান, বিশ্ববিদ্যালয়গুলি বর্তমান পরিস্থিতি কী রকম, র্যাগিং-এর অভিয়োগ কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বেশি উঠছে, র্যাগিং রুখতে কারা কী ব্যবস্থা নিয়েছে।
এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাগিংয়ের অভিযোগ বহুবার উঠেছে। অভিযোগ উঠেছে, হস্টেলে পাসআউট ছাত্র ও বহিরাগতদের থাকার। সূত্রের খবর, এ দিনের বৈঠকে আচার্য জানতে চান, হস্টেলে বহিরাগতদের ভিড় আটকানোর উপায় কী? কোন বিশ্ববিদ্যালয় কী ব্যবস্থা নিয়েছে? নির্দিষ্ট অভিযোগ পেলে কীভাবে তার সমাধান করে কর্তৃপক্ষ? পাশাপাশি, মনোবিদদের কাছে জানতে চান পড়ুয়াদের মধ্যে র্যাগিং করার মানসিকাতা কেন তৈরি হচ্ছে?
অন্যদিকে এদিন বৈঠকে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। ঘটনার প্রতিবাদে এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে আর্ট ফ্য়াকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন বা আফসু।