ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, বীরভূম: সাধক বামাক্ষাপার কালীপুজো ঘিরে আজও উৎসবে মেতে ওঠেন বীরভূমের আটলা গ্রামের বাসিন্দারা। আসেন দূরদূরান্তের মানুষও। শোনা যায়, অমাবস্যা রাতে সাধক বামাক্ষাপা (Bamakhyapa) তারাপীঠের (Tarapith) মহাশশ্মান থেকে গ্রামে এসে মায়ের পুজো করতেন।                


গ্রামের নাম, আটলা (Aatla)। বীরভূমের (Birbhum) তারাপীঠ (Tarapith) থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত। ১৮৩৭ সালে এই গ্রামে জন্মগ্রহণ করে ছিলেন বামাচরণ চট্টোপাধ্যায় (Bamacharan Chatterjee)। পরে যিনি খ্যাত হন সাধক বামাক্ষাপা নামে। আটলা গ্রামের মা কালীর নাম ন্যাড়া কালী (Nyara Kali)। শুরু থেকেই পুজো করে আসছেন বামাক্ষাপার (Bamakhyapa) বংশধরেরা। শোনা যায়, কালীপুজো দিন আমাবস্যা রাতে সাধক বামাক্ষাপা তারাপীঠের (Tarapith) মহাশশ্মান থেকে গ্রামে এসে মায়ের পুজো করতেন।                                                        


বামাক্ষাপার বংশধর সুখেন্দুবিকাশ রায়ের কথায়, বহু প্রাচীন এই কালীপুজো। কালীর (Kali) বৈশিষ্ট হচ্ছে এখানে নীলাম্বরী মা এবং এলোকেশী। অর্থাৎ মায়ের গায়ের রঙ হচ্ছে নীল, এলোকেশ। এখানে মায়ের কোনও মকুট থাকে না। এখানে তন্ত্র সাধনা মতে মায়ের পুজো হয়।        


বামাক্ষাপার আরেক বংশধর স্মৃতি রায় বলছেন, পুজো দিন আমরা সারাদিন উপোস করে থাকি। এখানে মা খুব জাগ্রত। সারাদিন চলে ভোগ রান্না। মাছ, মাংস, চাল ও কলাই ভাজা দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়। বামদেবের মন্দিরেই (Bamdeb Temple) মায়ের পুজো হয়। দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন এই পুজো দেখতে।                                                                                                                                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।