কলকাতা: নিজেরই সংস্থার কম টাকার বেশি টাকায় কিনে কালো টাকা সাদা করেছেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আদালতে জমা দেওয়া রিমান্ড লেটারে এমনই দাবি করেছে ইডি। পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির দাবি, ১০ টাকার শেয়ার ৪৪০ টাকায় বিক্রি করা হয়েছে।  


এবার ইডির নজরে কালীঘাটের কাকুর শেয়ার। ইডির রিমান্ড লেটারে দাবি করা হয়েছে, কম টাকায় শেয়ার কিনে কালো টাকা সাদা করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র। পার্থ চট্টোপাধ্যায়ের মতোই শেয়ারের মাধ্যমে নাকি কালো টাকা সাদা করতেন কালীঘাটের কাকুও। এই রিমান্ড লেটার আদালতে জমা দিয়েছে ইডি। তাতে দাবি করা হয়েছে, ১০ টাকার শেয়ার ৪৪০ টাকায় বিক্রি করা হয়েছে। কোনও হিসেব না দিয়েই সংস্থার শেয়ারদর ৪৪০ টাকা ধার্য করা হয়েছিল। 


আর্থিক লেনদেনে সুজয়কৃষ্ণ ভদ্রের নামে থাকা কোম্পানি ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেডের যোগও পেয়েছে বলে ইডি সূত্রে দাবি। 
ইডি সূত্রে আরও দাবি, ইতিমধ্যেই ৩ টি কোম্পানির মধ্যে ২ টি কোম্পানি বন্ধ করে দিয়েছে রেজিস্ট্রার অফ কোম্পানিস। এই কোম্পানিগুলি থেকে, প্রায় ৩ কোটির বেশি টাকা গেছে সুজয়কৃষ্ণ ভদ্রর নামে কোম্পানি ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেডে। 


এই কোম্পানিগুলির আর্থিক লেনদেন আপাতত ইডির স্ক্যানারে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, এই কোম্পানির শেয়ারদর বাড়িয়ে বাজার থেকে তোলা হয়েছে ১০ কোটি টাকা। সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রীর মৃত্যু হওয়ায়, আপাতত ৩ দিনের প্যারোলে আছেন তিনি। ৭ জুলাই তাঁর কন্ঠস্বরের নমুনা নিয়ে শুনানি রয়েছে। ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন কালীঘাটের কাকু। 


নিজেরই সংস্থার কম টাকার শেয়ার নিজেরই সংস্থায় বেশি টাকায় কিনে কালো টাকা সাদা করেছেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আদালতে জমা দেওয়া রিমান্ড লেটারে এমনই দাবি করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ১০ টাকার শেয়ার ৪৪০ টাকায় বিক্রি করা হয়েছে! আর এভাবেই শেয়ার ভ্যালু বাড়িয়ে কালো টাকা সাদা করা হয়েছে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত ৩০ মে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল ইডি। 


তাঁর সঙ্গে মেসার্স ওয়েলথ্ উইজার্ড প্রাইভেট লিমিটেড,আর্কাইভ কনসালটেন্সি, এসডি কনসালটেন্সি, A সরকার অ্যাসোসিয়েট, সরকার এন্টারপ্রাইজেস এবং নয়নিকা এন্টারপ্রাইজেস নামের এই ছটি কোম্পানি প্রত্যক্ষ ও পরোক্ষ যোগ রয়েছে বলে ইডি সূত্রে দাবি। আদালতে জমা দেওয়া রিমান্ড লেটারে ইডি জানিয়েছে, মেসার্স ওয়েলথ্ উইজার্ড প্রাইভেট লিমিটেডের শেয়ার ভ্যালু বাড়িয়ে ১০ কোটি টাকা মার্কেট থেকে তোলা হয়েছে। ১০ টাকার শেয়ার ৪৪০ টাকায় কিনেছে 'কাকু'রই অন্য ৩টি সংস্থা! ইডি-র দাবি, কালো টাকা সাদা করতেই এই কৌশল। সুজয়কৃষ্ণ ভদ্রর জেল হেফাজতের মেয়াদ ১২ জুলাই পর্যন্ত বাড়ল। স্ত্রী মারা যাওয়ার কারণে গতকাল ৩ দিনের জন্য প্যারোলে ছাড়া হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রকে। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ইডি যে আবেদন জানিয়েছিল, ৭ জুলাই সকাল ১১টা নাগাদ তার শুনানি হওয়ার কথা।