কলকাতা: নেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (West Bengal Pollution Control Board) ছাড়পত্র। তার মধ্যেই মোদীর (PM Narendra Modi) হাতে উদ্বোধন। নতুন বিতর্কের মুখে কল্যাণী AIIMS. কেন্দ্র বা রাজ্য সরকার যা নির্দেশ দেবে সেটা মানতে হবে। দূষণের বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন, ফলে এ নিয়ে মন্তব্য করা যাবে না, জানিয়েছে কল্যাণী AIIMS-এর অধিকর্তা।


এইমসের উদ্বোধন: আজ অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর কল্যাণী ইউনিটের ইন্ডোর পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গুজরাতের রাজরকোট থেকে হবে সেই অনুষ্ঠান। তার আগে কল্যাণী এইমস-এর পরিবেশ ছাড়পত্র নিয়ে বড়সড় প্রশ্ন তুলল রাজ্য। জানিয়ে দিল, সুপ্রিম কোর্টের নির্দেশ যতদিন বহাল থাকবে ততদিন পর্যন্ত ভায়োলেশন ক্যাটিগরিতে কল্যাণী এইমসকে পরিবেশ ছাড়পত্র দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়। এখনও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র পায়নি এইমস-কল্যাণী।


২০২২ সালের ৬ অক্টোবর কল্যাণীর এইমস, ভায়োলেশন ক্যাটিগরিতে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন জানায়। ২০ হাজার বর্গমিটারের বেশি জায়গা জুড়ে কোনও নির্মাণকাজ হলে সেই প্রকল্পের পরিবেশ ছাড়পত্র আবশ্যক। ২০২২ এর ১৯ অক্টোবর ভায়োলেশন ক্যাটিগরিতে ছাড়পত্র দেওয়ার জন্য সুপারিশ করে স্টেট এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি। পরিবেশগত ক্ষতির মূল্য সমীক্ষা করে ১৫ কোটি ১১ লক্ষ টাকা জরিমানা জমা দিতে বলা হয় এইমসকে। পরবর্তী কালে এইমস জরিমানা মকুবের জন্য আবেদন জানায়।

ইতিমধ্যেই এই বছরের ২ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি ২ টি অর্ডারে, ভায়োলেশন ক্যাটিগরিতে ছাড়পত্রের বিষয়টি বাদ রাখার নির্দেশ দেয সুপ্রিম কোর্ট। এই বিষয়ে কল্যাণী এইমস-এর অধিকর্তা রামজি সিংহ জানিয়েছেন, “এই বিষয়টি সম্প্রতি জেনেছি। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যা নির্দেশ দেবে সেটা আমাদেরকেমানতে হবে। দূষণের বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন ফলে এ নিয়ে আলাদা করে কিছু বলা সম্ভব নয়।’’


কল্যাণী এইমস নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছে। SSC-র নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে শোরগোলের মাঝেই, কল্যাণী AIIMS’এও বেআইনি নিয়োগের অভিযোগ ওঠে। তদন্তভার নেয় সিআইডি।এই বিতর্কের মাঝেই এবার পরিবেশগত ছাড়পত্র নিয়ে তৈরি হল নতুন বিতর্ক।ইতিমধ্যেই এইমস-কল্যাণীর আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে। রবিবার উদ্বোধন হবে ইন্ডোর পরিষেবারও।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর, নাকা তল্লাশির নির্দেশ কমিশনের