অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : তপোব্রত এখন আর শুধু একা নন, তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন কলকাতা পুরসভার অন্য চিকিৎসকরাও।  ৪৮ ঘণ্টার ডেডলাইন পার, ডাক্তারদের দাবিতে সাড়া দেয়নি কলকাতা পুরসভা। পুজো কার্নিভাল থেকে চিকিৎসক তপোব্রত রায়কে আটকের নিন্দা করেনি পুর কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের তরফে দুঃখপ্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়নি। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করতে চলেছেন পুরসভার ডাক্তাররাও। 


পুরসভার ডাক্তারদের দাবি, পুর কর্তৃপক্ষ দাবি না মানায় এবার প্রতীকী অনশনে যোগ দেবেন তাঁরাও। 'প্রতীকী অনশনকারী' ব্যাজ পরেই ধর্মতলার মঞ্চে যাবেন পুরসভার ডাক্তাররা। শুধু তাই নয়, ডিউটি চলাকালীন পুজোর কার্নিভাল থেকে আটক করা হয় ডা. তপোব্রত রায়কে। অভিযোগ, তিনি সেদিন 'প্রতীকী অনশনকারী' ব্যাজ পরেছিলেন বলেই পুলিশ তুলে নিয়ে যায় তাঁকে। তপোব্রতকে আইনি সাহায্য করারও সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সহকর্মীরা। 


আরও পড়ুন : 'জুনিয়র ডাক্তারদের জন্য কিছু প্লিজ করবেন না' নারায়ণ-কুণাল সাক্ষাতের পর কড়া বার্তা আসফাকুল্লার,কী বার্তা কিঞ্জলের?


কার্নিভালের পরদিনও অফিসে এসেছিলেন তপোব্রত। সেদিনও পরেছিলেন 'জাস্টিস ফর অভয়া' ব্যাজ। এই নিয়ে বুধবার কলকাতা পুরসভায় একটি বৈঠক হয়। যে বৈঠকে চিকিৎসকদের সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার স্বাস্থ্য উপদেষ্টাও। বৈঠক শেষে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একটি দাবিপত্রও মেল করেন চিকিৎসকরা। দাবি পত্রে চিকিৎসকরা লেখেন, কলকাতা পুরসভা কর্তৃপক্ষকে প্রকাশ্যে এবং সরকারিভাবে ঘটনার নিন্দা করতে হবে।  তপোব্রত রায়ের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার ও কলকাতা পুলিশের তরফে দুঃখপ্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্য়ে পুর কর্তৃপক্ষ দাবি পূরণে ব্য়র্থ হলে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দেন চিকিৎসকরা। সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে। এবার কী ঘটে সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।