সন্দীপ সরকার, সমীরণ পাল এবং রাজীব চৌধুরী, কলকাতা: ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে (West Bengal) ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১৮১। উত্তরবঙ্গের (North Bengal) ৮ জেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৬ জন। দক্ষিণবঙ্গের (South Bengal) ২০টি জেলা ও স্বাস্থ্য জেলা মিলিয়ে সংখ্যাটা প্রায় ৩৫ হাজার। ডেঙ্গির ভয়াবহ ছবিটা উঠে এসেছে স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যানেও। 


রাজ্যে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতির মধ্যে, রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার তথ্য গোপনের অভিযোগ তুলছে বিরোধীরা। কিন্তু, স্বাস্থ্য দফতরের তরফে যে রিপোর্ট তুলে ধরা হচ্ছে, তাও যথেষ্ট উদ্বেগের। ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১৮১। শুধু কলকাতা নয়, উদ্বেগ বাড়াচ্ছে বহু জেলার পরিসংখ্যান। মোট আক্রান্তের মধ্যে, উত্তরবঙ্গের ৮ জেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৬ জন।                                    


অন্যদিকে, দক্ষিণবঙ্গের ২০টি জেলা ও স্বাস্থ্য জেলা মিলিয়ে সংখ্যাটা ৩৪ হাজার ৯০৫। রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনায়, সেখানে ডেঙ্গিতে আক্রান্ত ৮ হাজার ৫৩৫ জন। 


এর মধ্যে, শহরাঞ্চলে ৫ হাজার ৪৪৬ ও গ্রামাঞ্চলে ২ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৬ জন। বিধাননগর পুর-এলাকায় ১ হাজার ৯১৬, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ৯১৭, বারাসাত পুর-এলাকায় ২৩৯ জন আক্রান্ত। 


সংক্রমণে উত্তর ২৪ পরগনার পর দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা। এখানে সংখ্য়াটা ৪ হাজার ৪২৭। তৃতীয়স্থানে থাকা মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৬ জন। নদিয়াতে ৪ হাজার ২৩৩ ও হুগলিতে ৩ হাজার ৮৩ জন আক্রান্ত হয়েছেন। 


উদ্বেগের একই ছবি ধরা পড়েছে জঙ্গলমহলের জেলা গুলিতেও। ঝাড়গ্রামে ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ৩৬৩ জন। ৯১৫ জন পশ্চিম মেদিনীপুরে ও ৩৬৯ জন বীরভূমে আক্রান্ত হয়েছেন। 


শুধু বড় নয়, ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে ছোটরাও। এমনকী প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই কঠিন পরিস্থিতিতে, ছোটদের খেয়াল রাখবেন কীভাবে?


লাগাতার বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা! স্বাভাবিকভাবে সংক্রমণের ছবিটা সেখানে মোটেই স্বস্তিদায়ক নয়। উত্তরবঙ্গে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন মালদায়। সেখানে সংখ্যাটা ১ হাজার ৩৩৭। দক্ষিণ দিনাজপুরে ৪৬৩ ও জলপাইগুড়িতে ৩৬৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।