কলকাতা: হাইকোর্টের পিছনে কিরণশঙ্কর রায় রোডের বহুতলে আগুন-আতঙ্ক। (Kolkata Fire) ওই এলাকায় বহু আইনজীবীর চেম্বার রয়েছে, ফলে আতঙ্ক ছড়িয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিল্ডিং। সঙ্গে সঙ্গে আইনজীবীদের চেম্বার ছেড়ে বেরনোর নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। দমকলকর্মীরা চেষ্টা করছেন, যাতে আগুন আর ছড়িয়ে না পড়ে। ক্ষয়ক্ষতি ব প্রাণহানির এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি।
শহরে অগ্নিকাণ্ড এই নতুন নয়। কিছুদিন আগেই বউবাজারের একটি বহুতলের বেসমেন্টের রাসয়নিক গুদামে আগুন লেগেছিল। আজ হাইকোর্টের পিছনে কিরণশঙ্কর রায় রোডের বহুতলে যে আগুন লেগেছে, সেখানেও এই বউবাজারের মতোই সমস্যায় পড়েছে দমকল। সংকীর্ণ এলাকা হওয়ার কারণে, আগুন নেভাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে দমকলকে। (Fire brigade)
গত ২০ জুলাই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় হওড়ার মঙ্গলাহাট। রাত সাড়ে ১২টা নাগাদ আচমকা আগুন লাগে মঙ্গলাহাটে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় চার হাজার কাপড়ের দোকান। ব্যবসায়ীদের দাবি, হাটের মালিক শান্তিরঞ্জন দে, ছোট দোকানগুলি ভেঙে বহুতল তৈরি করতে চাইছিলেন। সেই কারণে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের ১৮টি ইঞ্জিন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্তকে।
কিছুদিন আগেই আগুন লেগেছিল রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে। সন্ধে সাড়ে ৭ নাগাদ নজরে আসে। সেসময়ে কোনও কর্মী তখন ছিলেন না। সপ্তাহের কাজের দিনে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে উপরে রিজার্ভেশন অফিসে আগুন লাগার ঘটনাটি ঘটেছিল। এক্সাইড মোড়ের কাছে রবীন্দ্র সদন মেট্রোর দোতলায় রয়েছে এই অফিস। প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে যায় চত্বর। নিচেই রয়েছে মেট্রো স্টেশন। তবে রেল সূত্রে খবর, মেট্রো চলাচলে কোনও প্রভাব এখনও পর্যন্ত পড়েনি। সংকীর্ণ পথ তার সঙ্গে ধোঁয়া, ফলে ভেতরে ঢুকতে বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদের।
রেলের আওতাধীন কলকাতা মেট্রো। আর তারই রিজার্ভেশন অফিসে লাগল আগুন। আর এই ঘটনায় ফের উঠেছে একাধিক প্রশ্ন। কীভাবে লাগল আগুন? নিয়ন্ত্রণের জন্য কী ব্যবস্থা রয়েছে? অফিসে রয়েছে জং ধরা অগ্নিনির্বাপক যন্ত্র। এমন বেহাল দশা কেন? উঠছে প্রশ্ন। রিজার্ভেশন অফিসে যেসব মেশিন ছিল তা ছিল তা পুড়ে গিয়েছে। পুড়ে দলা পাকিয়ে গিয়েছে এসি মেশিন। কবে এই রিজার্ভেশন কাউন্টার খোলা হবে, তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন: Janmashtami 2023:এড়ানো গেল না বিপদ, মুম্বই-থানতে 'দহি হান্ডি উৎসবে' জখম ১২৪