ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : স্বাস্থ্য পরীক্ষা (Bridge Maintenance) হবে। তাই শুক্রবার রাত থেকে পাঁচদিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার (Khidirpur Flyover)। এই সময়ে মেরামতি হবে উড়ালপুলের (Flyover)। যান চলাচল (Traffic Flow on Vehicles) হবে ঘুরপথে।


ধর্মতলা (Esplanade) থেকে খিদিরপুর (Khidirpore) যাওয়ার জন্য খিদিরপুর উড়ালপুলের গুরুত্ব অনেক। সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (Hooghly River Bridge Commisoners) বা HRBC। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১০টা থেকে পয়লা ফেব্রুয়ারি ভোর ৫টা পর্যন্ত খিদিরপুর ফ্লাইওভার বন্ধ থাকবে। এই কয়েক দিন গাড়িগুলিকে খিদিরপুর ওল্ড স্টিল ব্রিজ, সিজিআর রোড ও খিদিরপুর ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।


এই ক’দিন ফ্লাইওভার ব্যবহারকারীদের ঘুরপথে পৌঁছতে হবে গন্তব্যে। ফলে খানিকটা ভোগান্তির আশঙ্কা থাকছে। ইতিমধ্যে একাধিক উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করছে HRBC। দু দফায় বন্ধ রেখে পার্ক স্ট্রিট উড়ালপুলেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এবার খিদিরপুর  উড়ালপুলে হাত দিচ্ছে HRBC। 


এদিকে, ফেব্রুয়ারি মাসে খুলতে পারে টালা ব্রিজ। চার লেনের ব্রিজ তৈরি করতে খরচ হচ্ছে ৩৬৫ কোটি টাকা। উত্তর কলকাতার সঙ্গে শহরতলির অন্যতম প্রধান যোগাযোগের মাধ্যম টালা ব্রিজ। ২০২০-র ৩১ জানুয়ারি মাঝরাত থেকে পুরনো টালা ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর শুরু হয় ভাঙার কাজ। নতুন টালা ব্রিজ ৮০০ মিটার লম্বা হবে।  চওড়া ১৯ মিটার। চার লেনের ব্রিজ তৈরিতে খরচ হবে ৩৬৫ কোটি টাকা। রেল লাইনের উপরের অংশের কাজ এখনও শুরু হয়নি। নতুন ব্রিজ তৈরি হলে টালা ট্যাঙ্কের জল সরবরাহের পাইপেও বদল হবে। পাইপলাইনের কিছুটা অংশের জন্য রেললাইনের উপর তৈরি হবে সেতু। এই জন্য রেলের কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছে। সেতুর উপর দিয়ে দক্ষিণের দিকে দুটি পাইপলাইন আনা হবে।


আরও পড়ুন- পরিচ্ছন্ন ট্রেনের দাবিতে রানাঘাট স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ যাত্রীদের