সৌভিক মজুমদার, কলকাতা : লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps And Bounds) কম্পিউটারে তদন্তকারী অফিসারের ১৬টি ফাইল ডাউনলোড মামলায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল ED। কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


তাদের অভিযোগ, জেনারেল ডায়েরির ভিত্তিতে ED-র আধিকারিকদের বারবার ডেকে পাঠাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়ে হয়রানি করা হচ্ছে। এই ১৬টি ফাইল তদন্তে কোথাও ব্যবহার করা হবে না, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে লিখিত প্রতিশ্রুতির পরেও চলছে হয়রানি, অভিযোগ করেন ED-র আইনজীবী। আবেদনপত্র দাখিলের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। আজই শুনানি রয়েছে।


প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে ইডি ম্যারাথন তল্লাশি চালায় কয়েকদিন আগেই । তার পরেই ইডির বিরুদ্ধেই কম্পিউটারে তথ্য (Computer Data) বিকৃতির অভিযোগে থানায় নালিশ দায়ের করে সংস্থাটি। ডাউনলোড করা ফাইলের সঙ্গে সংস্থার কোনও যোগসূত্র না থাকার অভিযোগ তোলা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, অনুমতি না নিয়েই ইডির বিরুদ্ধে ১৬ টি ফাইল ডাউনলোড করার অভিযোগ। পাশাপাশি সিজার লিস্টে না থাকলেও অভিযোগপত্রের সঙ্গে ফাইল অ্যাটাচের অভিযোগ তোলে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা।


লিপস অ্যান্ড বাউন্ডসের অভিযোগ থেকে কলকাতা পুলিশের তদন্ত শুরু, কোনও অভিযোগ নিয়ে পরে ইডির তরফে জানানো হয়, এক অফিসার মেয়ের কলেজে ভর্তির তথ্য খতিয়ে দেখার সময় ফাইলগুলি ডাউনলোড হয়েছে ভুলবশত। ফাইলগুলিকে তদন্তের কোনও কাজে ব্যবহার করা হবে না। তা নিয়ে ইডি-র তরফে মেলও করা হয় কলকাতা পুলিশকে। যদিও মেলে উত্তর পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে কোনও ইডি আধিকারিককে লালবাজারে এসে ব্যাখ্যা জানাতে বলে কলকাতা পুলিশ। যদিও তেমনটা না করার পাল্টা বার্তা দেয় ইডি। পরে ঘটনা নিয়ে লাগে রাজনৈতিক রঙও।


এদিকে, লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ থাকার অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এর আগে ED-র প্রেস বিজ্ঞপ্তিতে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। ইডি প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে যে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। 


আরও পড়ুন- বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিণত নিম্নচাপে, দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial