কলকাতা: আরজি কর কাণ্ডের আগে একের পর এক অভিযোগ উঠে আসছে সরকারি হাসপাতাল গুলি থেকে। কখনও আর্থিক দুর্নীতি, কখনও কাঁচি দুর্নীতি, এবার বিস্ফোরক অভিযোগ উঠে আসে কলকাতা মেডিক্যাল থেকে। মূলত কলকাতা মেডিক্যালে ক্রিটিক্যাল কেয়ার ও জেনারেল বেড বিক্রির অভিযোগ উঠে আসে। কী বলছে তদন্ত কমিটি ?
কলকাতা মেডিক্যালে ক্রিটিক্যাল কেয়ার ও জেনারেল বেড বিক্রির অভিযোগ। অভিযোগের সপক্ষে কোনও তথ্য প্রমাণ পেল না হাসপাতাল গঠিত তদন্ত কমিটি। ১১ সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন ৪ জুনিয়র ডাক্তারও। তবে বেড বিক্রি ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপের সুপারিশ। রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় ও টিএমসি-র কর্মী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও অভিযোগ। সুদীপ্ত ও জয়ন্তর বিরুদ্ধে হাসপাতালের ল্যাব-কিট বেসরকারি ল্যাবে পাচারের অভিযোগ। সোমবার হাসপাতালে তদন্ত রিপোর্ট জমা দেবে পৃথক তদন্ত কমিটি।
আর জি কর মেডিক্যালে গ্লাভস-কাণ্ডের পরে সম্প্রতি সামনে আসে এসএসকেএম হাসপাতালে কাঁচি কেলেঙ্কারি। হাসপাতালে প্রসূতির অস্ত্রপচারের সময় মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ করেন এক জুনিয়র ডাক্তার। এসএসকেএম হাসপাতালে কাঁচি কেলেঙ্কারি সামনে আসতেই সরব হয়েছেন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা। জুনিয়র ডাক্তারদের পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। আর জি কর মেডিক্যাল কলেজে, সিল করা প্যাকেট থেকে মিলেছিল রক্তমাখা গ্লাভস।
এবার SSKM-এ প্রসূতির অস্ত্রোপচারের সময়, ভেঙে গেল মরচে ধরা কাঁচি! জুনিয়র চিকিৎসকের দাবি, মরচে ধরা কাঁচিটিও ছিল সিল করা প্যাকেটেই! রাজ্য়ের এক নম্বর সরকারি হাসপাতাল SSKM । প্রতিদিন হাজার হাজার মানুষ দূর, দূরান্ত থেকে এখানে আসেন চিকিৎসা করাতে। শুক্রবার সেই SSKM-এ এক প্রসূতির অস্ত্রোপচার চলছিল। এক জুনিয়র ডাক্তারের দাবি, অস্ত্রোপচার করার সময়ই আচমকা ভেঙে যায় একটি কাঁচি। তখনই নজরে আসে, কাঁচিটিতে মরচে ধরা। ওই জুনিয়র ডাক্তারের আরও চাঞ্চল্য়কর দাবি, মরচে লুকোতে কাঁচির ওপর রঙ করা হয়েছিল।
আরও পড়ুন, 'আবাস দুর্নীতি' ক্যানিংয়ে, রাজ্য জানাল, 'মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে..' !
এসএসকেএম জুনিয়র ডাক্তার রশ্মিতা চট্টোপাধ্যায় বলেন, অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি সব জং ধরা। সামনে থেকে দেখা যাচ্ছে হয়তো চকচকে কিন্তু অপারেশন করতে গিয়ে যখন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, বিশেষত কাঁচি এই ধরনের যন্ত্রপাতি, কাঁচিগুলো খুলে ভেঙে পড়ে যাচ্ছে। মরচে পড়া কাঁচির উপরে হয়তো রং করা হয়েছে। ওই একটা ভাঙা টুকরো কাঁচির যদি পেটের মধ্যে পড়ে ওটা পেটে ক্ষত তৈরি করতে পারে। আমরা সিস্টার ইনচার্জকে জানালাম, সিস্টার ইনচার্জ বললেন, ওঁর কাছে এই রকম এক বাক্স যন্ত্রপাতি আছে যেগুলো ভাঙা।' কিছুদিন আগে আর জি কর মেডিক্য়ালে মিলেছিল রক্তমাখা গ্লাভস। এবার SSKM-এ মরচে ধরা কাঁচি। একের পর এক ঘটনায়, সরকারি হাসপাতালের বেহাল দশাই বেআব্রু হয়ে যাচ্ছে বলে সরব হয়েছেন চিকিৎসকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।