কলকাতা : স্বস্তির ও আরামদায়ক সফরের অন্য নাম মেট্রো যাত্রা। স্কুল, কলেজ থেকে অফিস বা সাধারণ আউটিং, মেট্রো সফর পছন্দ প্রায় সকলেরই। কিন্তু সেখানে যাত্রার ক্ষেত্রে রয়েছে কিছু বিধি-নিষেধ। কলকাতা মেট্রোয় (Kolkata Metro) চড়তে মানতে হবে কী কী নিয়ম?
কলকাতা মেট্রোয় ব্যাগ, টিফিন বক্স থেকে ছাতা বা ব্যক্তিগত ব্যবহারের ওয়াকিং স্টিক নিয়ে ওঠা যায়। তবে সর্বোচ্চ কত ওজন নিয়ে ওঠা যায় মেট্রোয় ? কলকাতা মেট্রোর ওয়েবসাইট জানাচ্ছে, সর্বোচ্চ ১০ কিলোগ্রাম ওজনের ব্যাগ নিয়ে সওয়ারিতে ছাড় রয়েছে। যদিও বড় ব্যাগ নিয়ে ওঠার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট নিয়ম নেই। সেক্ষেত্রে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের ছাড়ের ওপরই নির্ভর করে গোটাটাই।
এদিকে, মেট্রোয় অনেক জিনিস নিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। সফর আরামদায়ক রাখতে বারণ অনেক জিনিসেই। কলকাতা মেট্রোয় কোনও মৃত পশু বা পাখি নিয়ে ওঠা যায় না। মৃতদেহ বহনের জন্যও মেট্রো ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। তেল, অ্যাসিড, কোনও রকম দাহ্য পদার্থ, বাজি বা বিস্ফোরক নিয়ে ওঠায় নিষেধ কলকাতা মেট্রোয়। নিয়মভঙ্গ করলে সেক্ষেত্রে কড়া শাস্তি মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে মেট্রোর তরফে।
কলকাতা মেট্রোয় সফরের ক্ষেত্রে স্মার্ট কার্ড বা টিকিট (টোকেন) ছাড়া ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। সফর শেষে অটোমেটেড গেটে টোকেন জমা দেওয়া না গেলে নির্দিষ্ট স্থানে তা জমা করার কথাও বলা রয়েছে সফরকারীদের জন্য। মেট্রো সফরকালে কোনওরকম নেশার দ্রব্য খাওয়াতেও নিষেধাজ্ঞা রয়েছে। থুথু, পানের পিক, গুটখা খেয়ে তা মেট্রো এলাকার মধ্যে ফেললে জরিমানা করা হতে পারে বলেই জানানো রয়েছে কলকাতা মেট্রোর তরফে। সফরকালের সময় বর্জ্য পদার্থ নির্দিষ্ট জায়গা ছাড়া ফেললে বা মোবাইল ফোনে ছবি তুললেও জরিমানার নিদান রয়েছে কলকাতা মেট্রোয়।
আরও পড়ুন- জাতিগত শংসাপত্র নেই ? কী কী নথি দিয়ে আবেদন করতে হবে ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial