পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নীল রতন সরকার হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে দালালের ফাঁদে পড়ে আড়াই হাজার টাকা খোয়ানোর অভিযোগ করলেন এক ব্যক্তি। ছেলের জন্য রক্তের খোঁজে হাসপাতালে আলাপ হওয়া ওই দালালকে ফোন করেন ঝাড়গ্রামের বাসিন্দা সনাতন কারক। অভিযোগ আড়াই হাজার টাকা দিলেও মেলেনি কোনও রক্ত। ঘটনার তদন্তে মুচিপাড়া থানা।
ঝাড়গ্রামের বাসিন্দা সনাতন কারকের ছেলে NRS হাসপাতালে ভর্তি। রোজই রক্ত দিতে হচ্ছে তাঁকে। ছেলের চিকিৎসা চলাকালীন হাসপাতালে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় সনাতনের। রক্তের প্রয়োজন হলে যোগাযোগের জন্যে ফোন নম্বর দেন তিনি।
শুক্রবার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত না পেয়ে সেই ব্যক্তিকে ফোন করেন রোগীর বাবা। হাসপাতালের গেটের বাইরে আড়াই হাজার টাকা নিয়ে তাঁকে ডাকেন ওই ব্যক্তি। এরপর টাকা নিয়ে গায়েব হয়ে যায় ওই ব্যক্তি তারপর থেকে ওঁর ফোন সুইচ অফ, এমনটাই অভিযোগ। প্রতারিত হয়েছে বুঝতে পেরে মুচিপাড়া থানা অভিযোগ করে রোগীর পরিবার।
রোগীর আত্মীয় বলেন, 'এই দালাল চক্র বন্ধ হওয়া উচিত। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব দালাল চক্র বন্ধে পদক্ষেপ করতে। অতীতে একাধিকবার NRS হাসপাতালে দালাল রাজের অভিযোগ উঠেছে। গ্রেফতারও হয়েছেন বেশ কয়েকজন। বার বার পদক্ষেপের পরেও দালালদের অবাধ চলাচল বন্ধ হয়নি।
আরও পড়ুন, উল্টোরথের দিন থেকেই প্রকৃতিতে বদল! প্রবল বৃষ্টি না কি মনোরম আবহাওয়া, কেমন কাটবে?
এর আগে এসএসকেএম-এ দালাল চক্র নিয়ে অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, রোগী ভর্তি করানো, ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেওয়া, কখনও হাসপাতালে ভর্তি থাকা পরিজনের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়া নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। শুধু এসএসকেএম হাসপাতাল নয়, সহ কলকাতার বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, সেখানে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা তারা বিশেষ অভিযান চালায়। এবং সেই অভিযানে এসএসকেএম হাসপাতাল থেকে ৩জনকে পাকড়াও করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে