কলকাতাঃ পার্থ-অর্পিতার আরও এক সংস্থার হদিশ। এসএসসি দুর্নীতিকাণ্ডে ‘বড় কেলেঙ্কারি, প্রতিদিন কিছু না কিছু উদ্ধার হচ্ছে’, পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে চেয়ে সওয়াল ইডি-র (ED)। পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আরও ৪ দিন হেফাজতে চাইল ইডি। অর্পিতাকে (Arpita Mukherjee) ৩ দিনের হেফাজতে চাইল ইডি। এদিকে জামিনের আবেদন করলেন না অর্পিতার আইনজীবী।
মূলত গত ২৫ জুলাই, পার্থ-অর্পিতার ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ৩ অগাস্ট অবধিই ছিল সেই হেফাজত। যা মূলত আজই শেষ হয়ে যাচ্ছে। তারপরেই এদিন পার্থ চট্টোপাধ্যায়কে আরও ৪ দিন এবং অর্পিতামুখোপাধ্যায়কে ৩ দিনের হেফাজতে চাইল ইডি। ইডি হেফাজতের বিরোধিতা করে সওয়াল অর্পিতার আইনজীবীর।‘১১দিন ইডি হেফাজতে অর্পিতা, আর হেফাজতের প্রয়োজন নেই’, ইডি হেফাজতের বিরোধিতা করে কোর্টে সওয়াল অর্পিতার আইনজীবীর।
একুশে জুলাইয় শহিদ দিবসে তৃণমূলের মেগা ইভেন্টের পর ইডি অভিযান স্বাভাবিকভাবেই ঝড় তোলে রাজ্যে। তবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বিপুল পরিমাণ অর্থের পর্দাফাঁস হতেই ঘটনা খুব দ্রুত মোড় নেয় অন্যদিকে। রুদ্ধশ্বাস গতিতে জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারই বিতর্ক উসকে দেয়। তারপর টালিগঞ্জের পর বেলঘরিয়া, একের পর এক পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে মেলে কয়েক কোটি নগদ টাকা, অলঙ্কার, দলিল। যা ক্রমশ এই তদন্তকে আরও বেগ পাইয়ে দিয়েছে।
আরও পড়ুন,মানুষের দরজায় দরজায় গিয়ে কাজ করতে চাই: বীরবাহা হাঁসদা
প্রসঙ্গত, ইডি সূত্রে খবর, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটের ঠিকানাই দেখানো হয়েছে ২টি কোম্পানির ঠিকানা হিসেবে। ইডির তদন্তকারীরা মনে করছেন, একাধিক রিয়েল এস্টেট কোম্পানিতে টাকা বিনিয়োগ করা হয়ে থাকতে পারে। ইডি সূত্রে খবর, ২০১৭-তে কোম্পানি দুটি খোলা হয়। শেয়ার ক্যাপিটাল ১ লক্ষ টাকা। কোম্পানির শেষ মিটিং হয়েছিল ২০২১-এর ৩০ নভেম্বর। ইতিমধ্যেই টালিগঞ্জের পর পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। সোনা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর দলিল। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।