Bhawanipur Incident: 'শারীরিক অত্যাচারটা হত পড়াশোনা নিয়ে, মানসিক অত্যাচার হত সব কিছু নিয়ে..', ভবানীপুরে ছাত্রীর রহস্যমৃত্যুতে বিস্ফোরক গৃহশিক্ষিকা
Bhawanipur Student Death Mystery : ভবানীপুরের ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্ত সৎ মা আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের বোন ! এবার বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন মৃতার গৃহশিক্ষিকা

হিন্দোল দে, কলকাতা: ভবানীপুরের ছাত্রী রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্ত সৎ মা আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের বোন ! ইতিমধ্যেই বিদ্যাসাগর কলোনির ঘটনায় উঠে এসেছে একাধিক বিস্ফোরক অভিযোগ। দিনের পর দিন মারধর করা হত, খেলতে যেতে দেওয়া হত না, রাতভর জাগিয়ে রেখে পড়াশোনা করানো হত, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেল্ট দিয়ে পেটানো হত নাতনিকে, অভিযোগ তুলেছেন ঠাকুমা। গুরুতর অভিযোগ তুলেছেন মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্রী সঞ্জনা সিংহের গৃহশিক্ষিকা।

'শারীরিক অত্যাচারটা হতো, পড়াশোনা নিয়ে, মানসিক অত্যাচার হত সব কিছু নিয়ে..'
মৃত ছাত্রীর গৃহশিক্ষিকা বলেছেন, রাত্রিবেলা দুটো তিনটে অবধি পড়াচ্ছে। পড়া না পারলে, দেওয়ালে মাথা ঠুকে দিচ্ছে। পরের দিন অঙ্ক পরীক্ষা , ইংরেজি পরীক্ষা। ১২ টা থেকে সকাল ৮ টা অবধি পড়াচ্ছে। ..রেজাল্ট খারাপ হয়েছে, ধরছে , টানছে, মারছে। আমি জানালা থেকে দেখেছি। স্যার মারছে। বাবা-মা মারছে। শারীরিক অত্যাচারটা হতো, পড়াশোনা নিয়ে। মানসিক অত্যাচার হত সব কিছু নিয়ে। ...বিচার চাই। কে মারল, কীভাবে ও মারা গেল, আমরা জানতে চাই।'

'এটা কিন্তু প্রথম ঘটনা নয়, ওই বাড়িতেই ওর স্ত্রী গলায় দড়ি দেয়..'
স্থানীয় বাসিন্দা বলেছেন, আমরা সবাই শাস্তি চাইছি। ওই দুই জনের শাস্তি। হয় ফাঁসি নয় জেল। যে কোনও একটা।' অপর একজন প্রতিবেশী জানিয়েছেন,' এরকম একটা মর্মান্তিক ঘটনায় আমাদের প্রত্যেক এলাকাবাসীই মর্মাহত। এবং এটা মনে হচ্ছে না, ন্যাচেরাল ডেথ। তার জন্য সবাই ক্ষিপ্ত হয়ে এরকম করছে।' অন্য আরেক প্রতিবেশীর কথায়, 'এটা কিন্তু প্রথম ঘটনা নয়। ওই বাড়িতেই ওর স্ত্রী গলায় দড়ি দেয়।..'
গতকাল মূলত বাড়ির আলমারি থেকে উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ। বাড়িতে ছাত্রীর ওপর অত্যাচার চলত, অভিযোগ প্রতিবেশীদের। আজ ছাত্রীর মা-বাবার ওপর চড়াও এলাকাবাসীরা।এলাকাবাসীর অভিযোগ , এর আগেও ওই পরিবারের সঙ্গে এই ধরণের ঘটনা হয়েছিল। ওই ছাত্রীর মায়েরও মৃত্যু হয় কয়েক বছর আগেই। তিনি যখন মারা যান, সেই সময় তাঁকেও (বাচ্চাটির জন্মদাত্রী মা) ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তখন থেকেই প্রতিবেশীদের ক্ষোভ ছিল। কিন্তু তখন অভিযোগ জানিয়েও তেমন কিছু ফল মেলেনি। আর এবার মায়ের পর মেয়ের রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে নতুন মোড় নিল।






















